হরর-থ্রিলার থেকে সাসপেন্স, এই সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ১০ নতুন ওয়েব সিরিজ

হরর-থ্রিলার থেকে সাসপেন্স, এই সপ্তাহেই নেটফ্লিক্সে মুক্তি পাবে ১০টি আলাদা আলাদা স্বাদের ওয়েব সিরিজ। যেখানে ওসামা বিন লাদেনের উপর ডকুমেন্টারি থেকে শুরু করে কালো জাদু, ভূত, রহস্য, রোমাঞ্চের মিশেল থাকবে যা এই সপ্তাহে আপনাকে রোমাঞ্চিত করবে। হোলির এই সপ্তাহে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে বাড়িতেই উপভোগ করুন ছুটির আনন্দ। প্রত্যেকটা ওয়েব সিরিজ দেখলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। এক নজরে দেখুন কোনটি কবে মুক্তি পাচ্ছে।

১০. আমেরিকান ম্যানহন্ট ওসামা বিন লাদেন : ১০ই মার্চ লাদেনের উপর এই ডকুমেন্টারি মুক্তি পাবে। লাদেনের নাম গোটা বিশ্বকে আজও শিহরিত করে। এই জঙ্গিনেতার জীবন একবার দেখে নিতে ভুলবেন না।

Temptation Island

৯. টেম্পটেশন আইল্যান্ড : এই রিয়েলিটি শো মুক্তি পাবে ১২ ই মার্চ। যেখানে রোমাঞ্চ এবং রোমান্স দুটোই পাবেন। ওয়েব মাধ্যমে এই রিয়েলিটি শোয়ের বেশ জনপ্রিয়তা রয়েছে। এখানে ৪ দম্পতি অংশ নিতে চলেছেন।

৮. ওয়েলকাম টু দ্যা ফ্যামিলি : এই সাসপেন্স থ্রিলার মুক্তি পাবে ১২ই মার্চ। সম্পূর্ণ পারিবারিক এই ওয়েব সিরিজ আপনি গোটা পরিবারকে নিয়ে বসে দেখতে পারবেন। যারা হলিউড সিরিজের খোঁজে ছিলেন তাদের জন্য এটা একটা দারুণ অপশন।

Adolescence

৭. অ্যাডোলোসেন্স : এই রোমাঞ্চকর ওয়েব সিরিজ মুক্তি পাবে ১৩ ই মার্চ। এখানে একটি ১৩ বছরের মেয়ের গল্প দেখানো হবে যে তার সহপাঠীকে খুন করে। তার এই কীর্তির কারণ খুঁজতে গিয়ে তার পরিবার, থেরাপিস্ট এবং গোয়েন্দাদের সামনে আসবে একের পর এক চ্যালেঞ্জ এবং টুইস্ট।

৬. এভরিবডি ইজ লাইভ উইথ জন মুলেন : থ্রিলার এবং হরর দেখতে দেখতে যদি স্বাদ বদলাতে ইচ্ছে করে তাহলে দেখে নিতে পারেন এই সিরিজটি। মুক্তি পাবে ১২ ই মার্চ।

Love Is Blind

৫. লাভ ইজ ব্লাইন্ড : এই সিরিজের দ্বিতীয় সিজন ১৩ ই মার্চ মুক্তি পাবে। ডেটিংয়ে গেলে ঠিক কী কী হতে পারে সেটাই মূলত এই সিরিজের ভাবনা। যেখান থেকে শিক্ষা নিতে পারবেন আপনিও।

৪. অড্রে : ১৪ই মার্চ মুক্তি পাবে এই হলিউড অভিনেতার বায়োপিক। যিনি ফ্যাশন আইকন এবং অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। সেই সঙ্গে অত্যন্ত দয়াশীল মনের মানুষ ছিলেন তিনি।

আরও পড়ুন : উস্কে দেবে নস্টালজিয়া! ফের মুক্তি পাচ্ছে একাধিক পুরনো ব্লকবাস্টার বলিউড সিনেমা

 Audrey

৩. দ্য ইলেকট্রিক স্টেট : ১৪ই মার্চ মুক্তি পাবে এই স্কাইফাই ওয়েব সিরিজ। ভবিষ্যতের সময়ের কথা পরিকল্পনা করে বানানো হয়েছে এই ওয়েব সিরিজ যেখানে জীবন অনেক উন্নত এবং আধুনিক হবে। আর সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে মেশিনের হাতে।

আরও পড়ুন : হটস্টারের সেরা ১০ টি ওয়েব সিরিজ এবং সিনেমা, না দেখলেই হবে চরম লস

২. ওয়ানিতা আহি নেরকা : হরর প্রেমীদের জন্য আসছে এই সিনেমা। বিয়ের পর একটি মুসলিম মেয়ে অশুভ আত্মার কবলে পড়ে এবং তার সঙ্গে কী কী ঘটে সেটাই দেখবেন এই সিনেমাতে।

১. কার্স অফ দ্য সেভেন সি : কালো জাদু নিয়ে এই সিনেমাটি মুক্তি পাবে ১৪ই মার্চ। একটি পরিবারে হঠাৎ কিছু রহস্যময় জিনিস এসে পৌঁছায় এবং তারপরেই সেই বাড়িতে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। তারপরে ওই পরিবারের সঙ্গে কী কী হয় দেখুন এই সিনেমায়।