নতুন সিনেমায় পাশাপাশি এখন পুরনো জনপ্রিয় বলিউড সিনেমাগুলোও রি-রিলিজ হচ্ছে। বক্স অফিসে বেশ ভালো সাফল্যও পাচ্ছে সেগুলো। কিছুদিন আগে লায়লা-মজনু, সনম তেরি কসমের মত সিনেমা মুক্তি পায় এবং প্রচুর উপার্জন করে। দর্শকদের ধাত বুঝে তাই এবার ১০-১৫ বছর আগের সুপারহিট সিনেমাগুলো পুনরায় সিনেমা হলে রিলিজ করতে চাইছে বলিউড। আগামী ৭ থেকে ১৪ ই মার্চের মধ্যে সিনেমা হলে মুক্তি পাবে বলিউডের ব্লকবাস্টার এই কয়েকটি সিনেমা। দেখে আসুন কাছের হল গুলোতে।
লুটেরা : রণবীর সিং এবং সোনাক্ষী সিনহার এই সিনেমাটি ৭ ই মার্চ মুক্তি পাবে। ২০১৩ সালে মুক্তির সময় সিনেমাটি তেমন চলেনি। কিন্তু কালক্রমে যত সময় এগিয়েছে সিনেমাটির জনপ্রিয়তা তত বেড়েছে। একটা সময় পর রোমান্টিক মাস্টারপিসে পরিণত হয় এই সিনেমা। কাজেই এবার সিনেমা হলে দেখার সুযোগ কিন্তু মিস করবেন না।
নমস্তে লন্ডন : অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের নমস্তে লন্ডন মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। সিনেমাটি আজও দর্শকদের খুবই প্রিয়। ২৫ বছর পর এই সিনেমা এখন আবার মুক্তি পাবে।
ফ্যাশন : কঙ্গনা রানাওয়াত,প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ফ্যাশন সিনেমাটি মডেলদের জীবনের বাস্তব সংঘর্ষের কথা তুলে ধরেছে। ২০০৮ সালে সিনেমাটি যখন মুক্তি পায় তখন খুবই প্রশংসা পেয়েছিল। ৭ থেকে ১৩ ই মার্চ মধুর ভান্ডারকরের এই সিনেমাটি নারী দিবস উপলক্ষে মুক্তি পাবে।
আরও পড়ুন : ফুল অন সাসপেন্স, ধুন্ধুমার অ্যাকশন! ২০২৫ -এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৫ দক্ষিণী সিনেমা
কুইন : কঙ্গনা রানাওয়াতের কুইন সিনেমাটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিকাশ বেহলের এই সিনেমাটিও নারী দিবস উপলক্ষে আবার মুক্তি পাবে।
শাদি মে জরুর আনা : রাজকুমার রাও এবং কৃতি খারবান্দা অভিনীত এই সিনেমাটি আগামী ৭ই মার্চ মুক্তি পাবে। বলিউডের রাজকুমারের ১৫ বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশন হিসেবে এই সিনেমাটিকে আবার মুক্তি দেওয়ার কথা ভাবা হয়েছে।
আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ
হাইওয়ে : ইমতিয়াজ আলী পরিচালিত আলিয়া ভাট এবং রণদীপ হুদার হাইওয়ে সিনেমাকেও নারী দিবস উপলক্ষে পুনরায় সিনেমা হলে আনছে বলিউড। এছাড়াও আগামী দিনে বজরঙ্গী ভাইজান, হেরা ফেরির মতো সিনেমাগুলিকেও রি-রিলিজের কথা ভাবা হয়েছে।