Who is Gaurav Khanna : সেলিব্রেটি মাস্টার সেফ গৌরব খান্না আসলে কে?

মাস্টার্স শেফ ১ বিজয়ী হয়েছেন গৌরব খান্না। হিন্দি সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চা চলছে। তবে তার শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তির পরিমাণ শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। অভিনয়ে আসার আগে বেশ মোটা মাইনের চাকরি করতেন গৌরব। কিন্তু সেই চাকরি তিনি ছেড়ে দেন অভিনেতা হওয়ার জন্য। এখন শুধু অভিনেতা নন, চ্যাম্পিয়ন শেফ হিসেবেও নিজের আলাদা পরিচিতি গড়ে তুললেন তিনি।

গৌরব খান্নার ফিল্মি শিক্ষাগত যোগ্যতা

স্টার প্লাসের ‘অনুপমা’ সিরিয়ালের অনুজ কাপাডিয়া চরিত্রটির জন্য বেশ বিখ্যাত গৌরব। বিগত প্রায় ৫ বছর ধরে এই সিরিয়ালটি চলছে এবং ভালোই টিআরপি ধরে রেখেছে। এই সিরিয়ালের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন গৌরব। তবে অভিনয়ে আসার আগে তিনি একটি আইটি কোম্পানিতে উঁচু পদে কাজ করতেন। বিকম পাশ করে গৌরব একটি আইটি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন। পরে চাকরি ছেড়ে তিনি অভিনয় আসেন।

 Gourav Khanna

গৌরব খান্নার অভিনয় কেরিয়ার

গৌরবের প্রথম টিভি শো ছিল ‘ভাবি’। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। কেয়ামত, সিদ্ধান্ত, মানো ইয়া না মানো, কুমকুম এক পেয়ারসা বন্ধন, সসুরাল সিমার কা, বালিকা বধূ, লাল ইশক তার অভিনীত সিরিয়াল গুলির মধ্যে অন্যতম। স্টার জলসার অন্যতম জনপ্রিয় টিভি শো অনুপমাও রয়েছে এই তালিকায়।

আরও পড়ুন : ধনশ্রী অতীত! কার সঙ্গে প্রেম করছেন যুযুবেন্দ্র চাহাল?

 Gourav Khanna

আরও পড়ুন : আলিয়া, দীপিকা সবাই ফেল! বলিউডের সেরা নায়িকা ১৭ বছরের এই অভিনেত্রী

গৌরব খান্নার মোট সম্পত্তির পরিমাণ

শুধু অভিনেতা নন, গৌরব বর্তমানে সেলিব্রেটি মাস্টার শেফ। তাও আবার চ্যাম্পিয়ন। তার জীবনের এই নতুন অধ্যায়ে তাকে স্বাগত জানাচ্ছেন নেট নাগরিকরা। গৌরবের ভক্তরা, তো বটেই, অনুপমার অনুজ কাপাডিয়ার ভক্তরাও তার এই জয়ে খুবই খুশি। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ৮ কোটি টাকা।