বিছানায় পড়ে থাকুন, কঠিন রোগ হোক! অভিশাপ পেয়ে ফুঁসে উঠলেন ‘বাবুউউ’র মা কৃষ্ণা

‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালটি যবে থেকে এসেছে তবে থেকে ‘বাবুর মা’ কথাটি একটি ট্যাগলাইন হয়ে গেছে প্রত্যেকের কাছে। বাবুর মা ওরফে অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee) নিজের অসামান্য অভিনয়ের মাধ্যমে এই চরিত্রটিকে খুব নিপুণভাবে তুলে ধরেছেন সকলের সামনে। তবে বারবার ট্রোল হয়ে হাসিমুখে কথা বললেও সম্প্রতি কিছু বক্তব্যকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

কেউ যদি নিজের সন্তানকে নিয়ে একটু বেশি সচেতন হন তাহলে তাকে একবার হলেও শুনতে হবে কিরে তুই বাবুর মা হয়ে গেলি নাকি? সোশ্যাল মিডিয়ায় বাবুর মায়ের নামে মিম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র। এই সমস্ত উপহাস দেখে ঠিক কেমন রিঅ্যাকশন হয় অভিনেত্রীর? এমন কোন মন্তব্য রয়েছে যেটা তাকে মানসিকভাবে আঘাত দিয়েছে? সংবাদমাধ্যমের সামনে খোলামেলা কথা বললেন অরিজিতা।

Arijita Mukherjee

বাংলা আজ তাক ডট ইন- এর সাথে কথা বলতে গিয়ে অরিজিতা বলেন, “আমাদের একটা গ্রুপ আছে নিম ফুলের মধু নামে। আমাদের মধ্যে যার নামে মিম বের হয়, সব ওখানে শেয়ার করা হয়। এতদিনে যে আমাকে নিয়ে কত কুৎসিত মিম বেরিয়েছে, যে কি বলব!! কদিন আগেই ভূত চতুর্দশীতে আমাকে পেত্নী সাজিয়ে একটা অদ্ভুত তৈরি মিম করা হয়েছিল। আমরা এইসব নিয়ে ভীষণ মজা করি। সবাইকে আমরা শেয়ার করি আর হাসাহাসি করি।”

অভিনেত্রী আরো বলেন, “কৃষ্ণাকে উদ্দেশ্য করে যদি কেউ কিছু বলে তখন খারাপ লাগে না, মনে হয় চরিত্রটিকে আমি ভালই ফুটিয়ে তুলেছি তাই মানুষ রেগে যাচ্ছে, কিন্তু কখনো যদি অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করেন তখন খুব খারাপ লাগে। আমার উপর মানুষের ক্ষোভ থাকবেই তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তা বলে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা উচিত নয়।”

Arijita Mukherjee

আরও পড়ুন : সরকারি চাকরি ছেড়ে অভিনয়! তাড়িয়ে দেয় পরিবার, কীভাবে ঘুরে দাঁড়ালেন খরাজ মুখার্জী

পর্দার কৃষ্ণার কথায়, “আমরা সবাই অভিনয় করছি। ভালো আর খারাপ দুটো যদি না থাকে তাহলে গল্প এগোনো যায় না। গল্পের জন্যই কৃষ্ণা দত্তকে খারাপ হতে হচ্ছে, আমি শুধু অভিনেত্রী হিসেবে সেই কাজটা করছি। কৃষ্ণাকে খারাপ লাগতেই পারে তাতে আমার কোন বক্তব্য নেই বরং আমার কাছে সেটাই ভালোলাগা। কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করলেই মনে হয়, মানুষ এতটা কি করে নিচে নামতে পারে?”

আরও পড়ুন : বাবা-মাকে হারিয়েছেন ছেলেবেলায়, সারাজীবন জুটেছে প্রতারণা,পল্লবী শর্মার জীবন যেন বুকফাটা কান্না

Arijita Mukherjee

আরও পড়ুন : শৈশবে মা-বাবার ডিভোর্স, সবজি বেচে চলতো না সংসার! ‘সোমরাজ’ ঋত্বিকের জীবন যেন সিনেমা

অভিনেত্রী বলেন,”আমার মায়ের চোখে বেশ কিছু খারাপ কমেন্ট পড়েছে। যখন চরিত্রকে নিয়ে কোন কথা বলা হয় সেগুলি নিয়ে মা কোন কথা বলে না। কিন্তু কিছুদিন আগে একজন লিখেছিল, আপনার কঠিনতম অসুখ হোক। আপনি বিছানায় পড়ে থাকুন, তাহলে আমরা শান্তি পাই। এই ধরনের ব্যক্তিগত আক্রমণ দেখলে স্বাভাবিকভাবেই আমার পরিবার বন্ধু বান্ধবদের ভীষণ মন খারাপ হয়ে যায়। এই মানুষদের আমি দর্শক বলে মনে করি না। এরা আসল আর নকলের মধ্যে পার্থক্য বোঝেনা।”

আরও পড়ুন : টলিউডে কি রকম নোংরা রাজনীতি হয়? মুখ খুললেন বাংলা সিনেমার তারকারা