৬০ পেরিয়ে জমজ সন্তানের মুখ দেখলেন মুকেশ-নীতা, খুশির জোয়ারে ভাসছে গোটা আম্বানি পরিবার

জমজ ছেলে-মেয়েদের নিয়ে দেশে ফিরলেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) মেয়ে ইশা আম্বানি (Isha Ambani)। মাস খানেক আগে ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে জমজ সন্তানের জন্ম দিয়েছেন ইশা। সন্তানদের জন্মের পর দুজনের বয়স এক মাস হতেই প্রথমবার তাদের নিয়ে ভারতে ফিরলেন তিনি। নতুন না এবং তার সন্তানদের স্বাগত জানানোর জন্য মুম্বাই বিমানবন্দরে এদিন হাজির হয় গোটা আম্বানি পরিবার।

মুকেশ আম্বানির জমজ নাতি-নাতনির নামকরণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাদের একজনের নাম কৃষ্ণ এবং অপরজনের নাম আদিয়া। হিন্দু দেবতার নামে নামকরণ করা হয়েছে দুই শিশুর। আদিয়ার অর্থ শুরু, অর্থাৎ প্রথম শক্তি। আদিয়া শব্দের অর্থ শক্তিশালী, আধ্যাত্বিক। মা দুর্গাকে এই নামে ডাকা হয়। অন্যদিকে কৃষ্ণ হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ।

আম্বানি পরিবারের এই খুদে সদস্যদের সামাল দেওয়ার জন্য আমেরিকা থেকে ৪ জন আয়াকেও আনা হয়েছে। তারা এখানে বাচ্চাদের দেখাশোনা করবেন। ফ্লাইটে আসার সময় বাচ্চাদের সঙ্গে ছিলেন আমেরিকার সেরা চাইল্ড স্পেশালিস্ট ডাঃ গিবসন। বিমানে আসার সময় বাচ্চাদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণেই সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল।

কাতার থেকে এই বিমানটিকে আমেরিকায় পাঠানো হয়েছিল ইশা ও তার সন্তানদের ভারতে নিয়ে আসার জন্য। পরিবারে দুই খুদে সদস্য আসার খুশিতে আম্বানি পরিবার নাকি ৩০০ কেজি সোনা দান করবে। তিরুপতি বালাজি, তিরুমালা, শ্রীনাথজি, নাথদ্বারা মন্দিরে সোনা দানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই মন্দিরগুলো থেকে আম্বানি পরিবারে পাঠানো হবে বিশেষ প্রসাদ।

সদ্যজাত সন্তানদের দেখাশোনা, খাওয়া-দাওয়া থেকে পোশাক আশাক, সবার উপরেই কড়া নজর রয়েছে ইশার। ইশার সন্তানদের পোশাক আনা হয়েছে ডলস এন্ড গব্বানা, গুচি, লোরো পিয়ানার মত বিশ্ব বিখ্যাত সংস্থাগুলি থেকে। বাচ্চাদের নিয়ে যাতায়াত করার জন্য আম্বানি পরিবারের BMW এর সিট বিশেষভাবে তৈরি করা হয়েছে।

২০১৮ সালের ১২ ই ডিসেম্বর শিল্পপতি অজয় এবং স্বাতী পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ইশা আম্বানি। চার বছরের মাথায় জমজ সন্তানের বাবা-মা হলেন তারা। ফোর্বস ২০১৮ অনুসারে ইশা আম্বানির সম্পত্তির পরিমাণ ছিল ৭০ মিলিয়ন ডলার। ২৩ বছর বয়স থেকে তিনি তার বাবাকে রিলায়েন্সের ব্যবসা পরিচালনার কাজে সাহায্য করছেন। বর্তমানে তিনি রিলায়েন্স রিটেইলের দায়িত্বে আছেন।