রাজ্যে ঢুকছে বর্ষা, কয়েক ঘণ্টার মধ্যেই তুমুল বৃষ্টি নামবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে, জানাল হাওয়া অফিস

পশ্চিমবঙ্গে ঢুকছে বর্ষা, কোন কোন জায়গায় কতটা বৃষ্টি হবে দেখে নিন

Weather Report : শীত (Winter) যেতে না যেতেই এরাজ্যে গরম (Summer Season) পড়া শুরু হয়েছিল। প্রায় প্রতিদিনই বেড়েই চলেছিল তাপমাত্রা। মাঝে একটু বৃষ্টি (Monsoon)-র দেখা মিললেও গত কয়েক সপ্তাহ ধরে একবারও বৃষ্টির দেখা মেলেনি। বরং বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। তার উপর গত কয়েকদিন ধরেই রাজ্যের বহু জেলায় বেড়েছে তাপপ্রবাহ। যে কারণে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে‌।

আসলে প্রতিবছর জুন মাসের শুরুতে বর্ষা শুরু হয় যায় এরাজ্যে কিন্তু এবছর এমনটা হয়নি। এতদিন হয়ে যাওয়ার পরেও রাজ্যে দেখা মেলেনি বর্ষার। শোনা গিয়েছে, প্রতিবছর কেরালায় সবার প্রথম বৃষ্টি শুরু হয়। তারপরেই সারা ভারতে বৃষ্টির আগমণ হয়। কিন্তু এবছর কেরালাতেও বৃষ্টি শুরু হতে অনেক দেরি করেছে। যদিও এখন আর চিন্তার কোনও কারণে নেই।

weather forecast
গতকাল বৃষ্টি শুরু হয়েছে কেরালায়। ধীরে ধীরে আরব সাগর থেকে মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে কেরালায় এই জন্যই কেরালায় বৃষ্টি শুরু হচ্ছে। এই মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করার পর এবার দেশের অন্যান্য রাজ্যেও মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে। যার ফলে দেশের বেশ কিছু রাজ্যে বর্ষা শুরু হবে।

এই রাজ্যগুলোর মধ্যে নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। শোনা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভবনা রয়েছে। আর এবার সিকিম ও উত্তরবঙ্গেও প্রবেশ করতে চলেছে মৌসুম বায়ু। এর ফলে উত্তরবঙ্গে ও সিকিম সহ উত্তরপূর্বের বেশ কিছু রাজ্যে বর্ষা হতে পারে।

weather this week
আবহাওয়াবিদদের ধারণা অনুযায়ী, মৌসুমী বায়ুর প্রভাবে এরাজ্যের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আগামী ১১ তারিখ থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। ১২ তারিখ উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন : বাংলায় ঢুকছে বর্ষা, ভ্যাপসা গরম থেকে এবার মিলবে স্বস্তি? রইল আবহাওয়া দপ্তরের আপডেট

weather forecast next 7 days
তবে বৃষ্টির শুরু হলেও রাজ্যে তাপপ্রবাহ কমার কোনও সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ ছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের মত জেলায় তাপপ্রবাহের সম্ভবনাও রয়েছে। আগামী কয়েকদিন এমন অবস্থাই থাকবে এই জেলাগুলিতে।

আরও পড়ুন : ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৪ জেলাকে সতর্ক করল আবহাওয়া দপ্তর