আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। স্নায়ুরোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিক এবং চিকিৎসক দেবব্রত চক্রবর্তীর চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে তাকে স্থানান্তরিত করা হয়েছে আইসিইউতে। MRI রিপোর্ট করায় একিউট স্ট্রোক ধরা পড়েছে। কিন্তু এখন প্রশ্ন হল, মিঠুনের বিপুল পরিমাণ অর্থ পাবেন কে? ঠিক কত টাকার সম্পত্তির মালিক মহাগুরু?
মিঠুন চক্রবর্তীর ছোটবেলা
মিঠুন চক্রবর্তী, তাঁর আসল নাম গৌরাঙ্গ। ১৯৫০ সালের ১৬ই জুন কলকাতায় জন্ম নেন তিনি। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন তিনি। কেমিস্ট্রি নিয়ে স্নাতক হওয়ার পর নকশালে যোগ দেন তিনি। কিন্তু দাদার মৃত্যুর পর সেই পথ ছেড়ে দিয়ে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন মিঠুন।
মুম্বাইয়ের ফুটপাতে রাত কাটিয়েছিলেন মিঠুন চক্রবর্তী
বড় অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মিঠুন আসেন মুম্বাইতে। তবে শুরুর দিকটি খুব একটা সহজ ছিল না। এক সময় ফুটপাতে খালি পেটে রাত কাটাতেও হয়েছিল তাকে। প্রথম ব্রেক পান মৃণাল সেনের ‘মৃগয়া’ সিনেমাতে। প্রথম সিনেমাতেই সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান তিনি।
সর্বশেষ সিনেমা কাবুলিওয়ালা
‘ডিসকো ড্যান্সার’ সিনেমার পর আর পিছনে তাকাতে হয়নি মিঠুনকে। মিঠুন চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ীর যুগলবন্দী ছিল দেখার মত। এখনো পর্যন্ত মিঠুন ৩৫০টি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৯ সালে মিঠুন অভিনীত ১৭ টি সিনেমা রিলিজ করেছিল যা ছিল একটি রেকর্ড। সর্বশেষ ‘কাবুলিওয়ালা’ সিনেমায় রহমানের চরিত্রে অভিনয় করে ফের সকলকে মুগ্ধ করেন মহাগুরু।
অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ব্যবসায়ীও
মিঠুন শুধু একজন বড় অভিনেতা নন, তিনি একজন ব্যবসায়ীও। সিনেমা, ব্যবসা এবং আরো বিভিন্ন কাজের মাধ্যমে মিঠুন আজ ৩৪৭ কোটি টাকার মালিক। মিঠুনের একটি বড় হোটেল চেনের ব্যবসা রয়েছে, যার মধ্যে উটির হোটেলটি সবথেকে বড়। মুম্বা্ই, উটি এবং কলকাতায় মহাগুরুর নামে রয়েছে একাধিক সম্পত্তি।
রয়েছে একাধিক বাংলো এবং কটেজ
মুম্বাইতে মিঠুনের দুটি বাংলো রয়েছে যার মধ্যে একটি বান্দ্রায় এবং অন্যটি ম্যাড আইল্যান্ডে। এছাড়াও উটিতে রয়েছে একটি ফার্ম হাউস যার মূল্য কয়েক কোটি টাকা। মসিনাগুড়িতে রয়েছে ১৬ টি কটেজ, মাইসোরে রয়েছে ১৮ টি কটেজ এবং বেশ কয়েকটি রেস্তোরাঁ। তবে শুধু বাড়ি নয়, মহাগুরুর কাছে রয়েছে একাধিক দামি গাড়িও।
আরও পড়ুন : বাঙালি বলে জুটতো অপমান, দূরছাই করতো বলিউড! মিঠুন চক্রবর্তীর জীবন সিনেমা থেকে কম নয়
রয়েছে কোটি কোটি টাকার গাড়ি
মহাগুরুর কাছে রয়েছে মার্সিডিস বেঞ্জ, ভক্সওয়াগেন, টয়াটো ফরচুনার, ফোর্ড এন্ডেভার সহ অসংখ্য ব্রান্ডেড এবং দামি গাড়ি। তবে অভিনেতা মিঠুন নয় একজন মানুষ হিসেবেও মিঠুন অনেক বড় মাপের মানুষ। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সব সময় সাহায্য করতে এগিয়ে যান তিনি। সারমেয় প্রাণীদের প্রতিও তার ভালোবাসা অনাবিল।
আরও পড়ুন : শ্রীদেবী-যোগিতা নন! মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী ছিলেন এই বলিউড নায়িকা
কুকুরদের সেবায় নিয়োজিত মিঠুন
মিঠুনের কাছে রয়েছে মোট ১১৬ টি কুকুর, যার মধ্যে মুম্বাইয়ের বাড়িতে ৩৮ টি এবং উটির বাড়িতে ৭৮ টি। মিঠুনের রয়েছে চার ছেলে- মেয়ে। রয়েছেন স্ত্রী যোগিতা বালিও। মিঠুনের এই বিপুল সম্পত্তির অধিকারী হবেন এনারাই। তবে মহাগুরুর শারীরিক সুস্থতার কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন সকলে।