পূজা ভাটের আসল স্বামী কে? ১১ বছর কেন স্বামীর পরিচয় লুকিয়ে রেখেছেন আলিয়ার দিদি

Pooja Bhatt Husband : বোন আলিয়া ভাট (Alia Bhatt) -র মত তেমন সফলতা না পেলেও নব্বই দশকে রীতিমতো বলিউডে (Bollywood) দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী পূজা ভাট (Pooja Bhatt)। একের পর এক হিট ছবি তার ঝুলিতে রয়েছে। বর্তমানে তিনি অভিনেত্রীর পাশাপাশি একজন পরিচালক-প্রযোজকও। কিন্তু অনেকেই জানেন না পূজা ভাটের স্বামীর পরিচয়। চলুন আজকে জেনে নিই অভিনেত্রীর স্বামীর পরিচয়।

বাবা মহেশ ভট্ট (Mahesh Bhatt) -র পরিচালিত ছবি ‘ড্যাডি’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় পূজার। ছবিটি যদিও প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছিল টিভিতে। ওই ছবিতে অভিনয় করেন অনুপম খের। প্রথম ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কৃত হন পূজা। তারপর তার বড় পর্দায় আত্মপ্রকাশ হয় ‘দিল হ্যায় কে মানতা নেহি’ ছবি দিয়ে। পূজা ভট্টের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন আমির খান। ছবির গল্পের পাশাপাশি প্রতিটা গান অত্যন্ত জনপ্রিয় হয়।

POOJA BHATT HUSBAND

তবে কেরিয়ারের মধ্যগগনে যখন পূজা ভাট ঠিক সেই সময়ই অভিনেত্রীকে নিয়ে বড় বড় বিতর্ক শুরু হয়ে যায়। আসলে এক ম্যাগাজিনের কভার ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল বাবা মহেশ ভাটের সঙ্গে লিপলক অবস্থায়। আর এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে হাঙ্গামা শুরু হয়ে যায়। তারপরেই পূজা ভাট আসতে আসতে অভিনয় জগৎ থেকে সরে যান। কিন্তু জানেন কি এই পূজা ভাটের স্বামী কে?

আসলে পূজা ভাট, বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০০৩ সালে। সাত পাকে বাঁধা পড়েছিলেন মণীষ মাখিজা (Manish Makhija) –র সঙ্গে। ‘পাপ’ ছবির শুটিং সেটে পূজার দেখা হয় ভিডিও জকি মণীষ মাখিজার সঙ্গে! আর এক মাসের ডেটিং সেরেই তারা বিয়ে করে নেন! তবে সেই বিয়ে বেশিদিন স্থির হয়নি। ১১ বছর পর ২০১৪ সালে তাদের ডিভোর্সও হয়ে যায়! আর সেই বিয়ে কেন ভেঙে গেছে সেই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পূজা ভাট।

POOJA BHATT HUSBAND

পূজা জানান, ‘আমার জীবনের সবথেকে খারাপ সময় ছিলো আমার ১১ বছরের বিয়ে ভেঙে দেওয়া, স্বামীকে ডিভোর্স দেওয়ার সময় ভীষণই খারাপ সময় কাটিয়েছি। তবে ওটা আমার জীবনের সবথেকে খারাপ সময় ছিল। তবে ওই সিদ্ধান্ত সম্পূর্ণ আমার সিদ্ধান্ত ছিল। আমি নিজেকে মিথ্যা বলতে পারিনি কারণ, সেসময় বিয়েটা আমি আর চালিয়ে নিয়ে যেতে চাইনি।’

POOJA BHATT HUSBAND

আরও পড়ুন : প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে! এই একটি কারনেই হিন্দু থেকে মুসলিম হয়েছেন মহেশ ভাট

তিনি আরও জানিয়েছেন, ‘আমার মনে হয়েছিল, আমি আমার জীবনটা আমার মতো করে স্বচ্ছন্দ্যে বাঁচতে চাই। আমার ১০-১১ বছরের সম্পর্ক যেমন আছে, ওটাকে তেমন জায়গায় রেখে বের হয়ে আসতে চাই। আমার স্বামী খারাপ মানুষ ছিলেন না। আমাদের মধ্যে যা কিছু ছিল, সব ঠিকঠাকই ছিল। তারপর আমার মনে হয়েছিল নিজেকে হারিয়ে ফেলছি। আমার জীবনটা অন্যকারোর উন্নতির জন্য ছিল না।’

আরও পড়ুন : আলিয়ার দিদিই তার নিজের মা? মেয়ের সঙ্গে মহেশের ‘শারীরিক সম্পর্কে’ ছিঃ ছিঃ করছে নেটপাড়া