শাহরুখ খান (Shah Rukh Khan), ধর্মেন্দ্র (Dharmendra) থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), রাজেশ খান্না (Rajesh Khanna), এরা সকলেই বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির সুপারস্টার। কেরিয়ারের শুরুতে এরা প্রত্যেকেই ভীষণ স্ট্রাগল করেছেন বলিউডের মাটিতে জায়গা পেতে। এত খ্যাতি, এত নামযশ, এত জনপ্রিয়তা, এসব যে শুধুই নায়কদের কঠোর পরিশ্রমের ফলাফল তেমনটা কিন্তু নয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলিউডের ‘লাকিচার্ম’ এর কথা, যার কথা জানলে আপনি অবাক হবেন।
ধর্মেন্দ্র, শাহরুখ খান, রাজেশ খান্না কিংবা মিঠুন চক্রবর্তী, বলিউডের বড় বড় সুপারস্টারদের তারকা থেকে মহা তারকা হওয়ার পেছনে নাকি হাত রয়েছে একজন গাড়িচালকের। নাম তার কবিরা কাম্বলে (Kabira Kamble)। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবি ভাইরাল হওয়ার পর বাদশার বেশ কিছু ইন্টারভিউ ভিডিও এখন ভাইরাল হচ্ছে। তাতেই উঠে এসেছে বলিউড সুপারস্টারদের গাড়ি চালক কবিরার কথা।
বলিউড ইন্ডাস্ট্রিতে আজও অনেকেই বিশ্বাস করেন কবিরাই নাকি শাহরুখ, ধর্মেন্দ্র, মিঠুন বা শাহরুখ খানের ভাগ্য বদলে দিয়েছেন। তিনি যে যে বলিউড তারকার হয়ে গাড়ি চালাতেন, তারা প্রত্যেকেই পরবর্তী দিনে সুপারস্টার হয়ে যেতেন। বলিউডে তাকে নিয়ে প্রচলিত ছিল এই যে তিনি যেখানেই যান তারকাদের জন্য সৌভাগ্য বহন করে নিয়ে যান।
কবিরা প্রথমে রাজেশ খান্নার হয়ে গাড়ি চালাতেন। বলা বাহুল্য রাজেশ খান্নাই হলেন বলিউডের প্রথম সুপারস্টার। এরপর তিনি ধর্মেন্দ্রর হয়ে কাজে নিযুক্ত হন। ধর্মেন্দ্রর জনপ্রিয়তাও এরপর বেড়ে যায়। এমনকি তিনি মহাগুরু মিঠুন চক্রবর্তীরও গাড়ি চালিয়েছেন। এরপর তাকে গাড়ি চালানোর কাজে নিযুক্ত করেন শাহরুখ খান। তার জনপ্রিয়তার কথা বলে দিতে হয় না।
বলিউডে কথিত আছে, কবিরা কাম্বলে নাকি তারকারা খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেই তাদের গাড়ি চালানো ছেড়ে দিতেন। একবার একটি ইন্টারভিউতে এসে শাহরুখ নিজেই কবিরার সম্পর্কে মুখ খোলেন। শাহরুখ ১০ টি ছবি করা পর্যন্ত কবিরা তার সঙ্গে সর্বত্র যেতেন। কিন্তু তারপর তিনি কাজ ছেড়ে দেন। তবে কবিরা এখন আর বেঁচে নেই।
আরও পড়ুন : বিয়ের এক বছরেই সন্তান এল কোলে! বাবা হওয়ার সুখবর দিলেন জনপ্রিয় বলিউড অভিনেতা
আরও পড়ুন : শরীর দেখিয়েই কোটিপতি! উরফির এক মাসের রোজগার শুনলে আলিয়া-দীপিকাও লজ্জা পাবে
এই বছরের ১৩ ই মে কবিরার মৃত্যু হয়েছে। বলিউড চিরকাল তাকে তারকাদের লাকি চার্ম বলে মনে রাখবে। উল্লেখ্য শাহরুখ খানের নতুন ছবি জওয়ান দেখতে দেখতে ৮০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে বিশ্বজুড়ে। ভারতে ৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে এই ছবি। ভবিষ্যতে বলিউডের সব সিনেমার রেকর্ড ভেঙে দেবে জওয়ান এমনটাই আশা করছেন সিনেমা বিশেষজ্ঞরা।