শরীর দেখিয়েই কোটিপতি! উরফির এক মাসের রোজগার শুনলে আলিয়া-দীপিকাও লজ্জা পাবে

উরফি জাভেদের সম্পত্তির পরিমাণ দেশের বড় বড় শিল্পপতিদের থেকেও বেশি

Urfi Javed Income Per Month Net Worth And More : অদ্ভুত ফ্যাশন সেন্স আর কাটাছেঁড়া পোশাক পরেই ফ্যাশন দুনিয়ার আইকনে পরিণত হয়েছেন উরফি জাভেদ (Urfi Javed)। যদিও প্রশংসার বদলে সমালোচনাই বেশি জোটে তার কপালে। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক ধরনের মিম দেখতে পাওয়া যায়। অদ্ভুত অদ্ভুত পোশাকে সর্বাঙ্গ প্রদর্শন করেন উরফি যে পরিমাণ আয় (Urfi Javed Income) করেন, তা জানলে চমকে যেতে হয়।

কখনও সেফটিপিন, কখনও ফটোর তৈরি অদ্ভুত পোশাক পরেন উরফি। আবার কখন বস্তার মত পোশাক পরে রাস্তায় হাঁটেন। কখনও কখনও তো আবার ব্যান্ডেজে গোটা শরীর জড়িয়ে বেরিয়ে পড়েন ক্যামেরার সামনে। তবে তিনি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। মাসে তার উপার্জন জানলে অবাক হবেন।

URFI JAVED

উরফি তার নিজের পোশাক নিজেই ডিজাইন করেন বলে শোনা যায়। নিজের তৈরি পোশাকের কারণে চরম ট্রোল্ড হতে হয় তাকে। তবে যত বেশি ট্রোল হয়, ঠিক ততটাই বাড়ে তার জনপ্রিয়তা। তাই জনপ্রিয়তার বিচারে তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ প্রভাবী একজন ব্যক্তিত্ব। আর এই সুবাদে চড় চড় করে বাড়ছে তার সম্পত্তির পরিমাণ।

উরফি জাভেদের জন্ম হয় ১৯৯৭ সালে, লখনৌতে। সিটি মন্টেসরি স্কুল থেকে পড়াশোনা করেছিলেন তিনি। কিন্তু খুব ছোটবেলায় তিনি এবং তার বোনেরা বাড়ি থেকে পালিয়ে আসেন মুম্বাইতে। উরফি বলেন তার পরিবার ছিল খুবই সংরক্ষণশীল। বাবার সঙ্গেও তার সম্পর্ক তেমন ভাল নয়। মুম্বাইতে এসে তিনি নিজের পরিচয় নিজে গড়ে তুলেছেন।

URFI JAVED

এখন বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করেন উরফি জাভেদ। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার পদার্পণ হলেও আদতে তার আয়ের প্রধান উৎস হল বিভিন্ন বিজ্ঞাপন। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছেন। তার বিভিন্ন ছবি এবং রিল ভিডিও সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হয়।

আরও পড়ুন : ৮০০ কোটি ছুঁল জওয়ান! শাহরুখের থেকেও বেশি আয় করলেন কোন তারকা জানেন?

URFI JAVED

আরও পড়ুন : ‘জওয়ান’-এ মেট্রোর সেট কীভাবে তৈরি করা হয়েছে? দেখুন ছবিগ্যালারি

ইনস্টাগ্রামে এক একটা পোস্ট করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন উরফি। শোনা যায় মাসে তার উপার্জন নাকি ১.৮ কোটি টাকা থেকে ২.২ কোটি টাকা। এছাড়াও তিনি সিরিয়ালের প্রমোশনের প্রত্যেক এপিসোডে উপস্থিত থাকার জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকা নিয়ে থাকেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ১৭০ কোটি টাকা।