বড় বড় সেলিব্রিটিদের যখন কোন ইভেন্টে আপনারা দেখতে পান তখন স্বাভাবিকভাবেই তাদের রূপসজ্জার তারিফ করে থাকেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রূপসজ্জার পেছনে রয়েছেন কে? নীতা আম্বানি (Nita Ambani) থেকে শুরু করে বড় বড় সেলিব্রেটিদের যিনি নিমেষে সাজিয়ে তোলেন নিজের নিপুন হাতে, তিনি হলেন নিশি সিংহ (Nishi Singh)।
বলিউডে মেকআপ আর্টিস্ট হিসাবে ভীষণ পরিচিত একটি নাম হল নিশি। নামিদামি মডেল সহ বড় বড় তারকাদের প্রায়-রোজই সাজিয়ে থাকেন তিনি। জামশেদপুরের বিরসানগরে এক মধ্যবিত্ত পরিবারে নিশির জন্ম। জামশেদপুরেই পড়াশোনা করেছেন তিনি। নিজের মামা দাদু ছিলেন টাটা গোষ্ঠীর কর্মী। বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক।
পড়াশোনা শেষ করার পর কিংফিশার সংস্থার বিমান কর্মী হিসেবে কাজ করেন নিশি। তবে বিমান কর্মী হিসেবে কাজ করলেও নিশির চিরকালই স্বপ্ন ছিল একজন মেকআপ আর্টিস্ট হওয়ার। পড়াশোনার পাশাপাশি তিনি দিল্লিতে ৭ বছর এবং আমেরিকায় ৬ মাস প্রশিক্ষণ নিয়েছিলেন মেকআপ কোর্সের। একসময় তিনি ঠিক করেন, তিনি মেকআপ আর্টিস্ট হিসাবেই নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন।
বিমান কর্মীর চাকরি ছেড়ে দিয়ে তিনি প্রথমে দিল্লি তারপর মুম্বাইতে নিজের মেকাপ স্টুডিও খুলে বসেন। ধীরে ধীরে তৈরি হয় পরিচিতি। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে নিশি বহু সেলিব্রিটিদের সাজিয়েছেন। যে সমস্ত প্রজেক্টে নিশি কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘পৃথ্বীরাজ চৌহান’, ‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিও’, ‘ও এম জি২’, ‘ধরক’, ‘ঘোস্ট স্টোরিজ’।
বলিউড তারকাদের মধ্যে নিশি সাজিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, সারা আলি খান, ইয়ামি গৌতম, কিয়ারা আদভানি, সানায়া কাপুর, মৃণাল ঠাকুর, জাহ্নবী কাপুর, ফাতিমা সানা শেখ, মিরা কাপুর। নিশির ডাকে সাড়া দিয়েছেন গৌরী খান, মাধুরী দীক্ষিত, নয়ন তারা এবং মুকেশ আম্বানি পত্নী নীতা আম্বানি। জানেন তারকাদের সাজাতে কত টাকা নেন নিশি?
আরও পড়ুন : মেকআপ ছাড়া কেমন দেখতে লাগে বলিউড নায়িকাদের? দেখুন ছবি
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি অনুষ্ঠানে সেলিব্রিটিদের সাজানোর জন্য তিনি নিয়ে থাকেন ১ লক্ষ টাকা পারিশ্রমিক। সিনেমা বা ওয়েব সিরিজের মেকআপের জন্য নিয়ে থাকেন আরো বেশি পারিশ্রমিক। একটি ছোট শহর থেকে এত বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা খুব সহজ কথা ছিল না তবে নিশি আজ খ্যাতির শিরোনামে পৌঁছে গেলেও মাঝে মাঝেই জামশেদপুরে যান নিজের পরিবারের সঙ্গে দেখা করতে।