সিনেমা কিংবা সিরিয়ালে একটি চরিত্রকে দেখেই কার্যত সেই চরিত্রের অভিনেতা কিংবা অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয় দর্শকদের। বেশিরভাগ দর্শকই কার্যত সেই অভিনেতাকে তার চরিত্র দিয়ে বিচার করেন। এতে যেমন অভিনেতাদের একাংশ প্রশংসা পান, অনেককেই আবার ঘৃণাও করেন দর্শকরা। যেমনটা এখন ঘটছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha) সিরিয়ালের পরাগ ওরফে দ্রোণ মুখার্জীর (Dron Mukherjee) সঙ্গে।
জি বাংলার এই সিরিয়ালে নায়ক হিসেবে অভিনয় করছেন দ্রোণ। যদিও তার চরিত্রটি নায়কোচিত নয়। নায়িকার ‘দুশ্চরিত্র’ ‘অত্যাচারী’ স্বামী হিসেবে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলছেন দ্রোণ। তাই তাকে দর্শকদের অনেকেই পছন্দ করেন না। বাস্তবে কিন্তু এই অভিনেতা বিবাহিত। বাস্তবেও কি স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক এরকমই? সম্প্রতি এই বিষয়ে ঘরে ঘরে জি বাংলায় অপরাজিতা আঢ্যের কাছে মুখ খুললেন অভিনেতা।
সিরিয়ালে তো হামেশাই বউয়ের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলেছে পরাগ। এমনকি স্ত্রীকে খুন করতে পর্যন্ত পিছপা হয় না সে। বাস্তবে বউ দুর্বা চ্যাটার্জীর সঙ্গে তার সম্পর্ক কেমন? আসলে পর্দাতে পরাগের চরিত্র যতই খারাপ হোক না কেন, বাস্তবে কিন্তু দ্রোণ একেবারেই আলাদা একটা মানুষ। স্ত্রী এবং সন্তানের প্রতি সব দায়িত্বই পালন করেন তিনি।
কথায় কথায় অপরাজিতাকে দ্রোণ জানিয়েছেন প্রায় সাড়ে পাঁচ বছর ধরে দুর্বার সঙ্গে সংসার করছেন তিনি। ধারাবাহিকের মত কোনও কিছু তাদের সম্পর্কে নেই। তাদের বিয়েটাও অবশ্য অ্যারেঞ্জড ম্যারেজ ছিল। তার সঙ্গে পরাগের চরিত্রের মিল কতটা? অপরাজিতার প্রশ্নের উত্তরে দ্রোণ হেসে বলেন, “এইরে! আমার সাজানো বাগান শুকিয়ে গেল।”
আরও পড়ুন : টাকার অভাবে চলছে না সংসার! কীভাবে দিন কাটছে তাপস পালের স্ত্রী-কন্যার
এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতার স্ত্রীও। তাকে যখন প্রশ্ন করা হয় বাস্তবে পরাগের সঙ্গে দ্রোণের আদেও মিল রয়েছে কিনা তখন তিনি উত্তর দেন, “না একেবারেই নেই। কারণ পরাগের মতো হলে এতদিনে অনেক কিছুই হয়ে যেত। ও খুব ভালো। বাড়ির কাজে আমায় সাহায্য করে। পরিবারকে সময় দেয়। বাকিটা একদম সাধারণ মানুষের মতোই।”
আরও পড়ুন : মেঘ-ময়ূরীকেও দশ গোল দেবে ‘ইচ্ছে পুতুল’ নীলের স্ত্রী, দেখুন ছবি গ্যালারী
View this post on Instagram
পরাগের মত চরিত্রে অভিনয় করে কার্যত সোশ্যাল মিডিয়াতে উঠতে বসতে অনেক কথাই শুনতে হচ্ছে দ্রোণকে। এমনকি তিনি অনেকবার হুমকিও শুনেছেন। প্রথম প্রথম তার স্ত্রীও এমন প্রতিক্রিয়া পেয়ে আপসেট হয়ে যেতেন। কিন্তু দ্রোণ তাকে বুঝিয়েছেন মানুষ যে তাকে অপছন্দ করছেন, এটা আসলে তার অভিনয়ের একটা বড় প্রাপ্তি। মানুষের এমন প্রতিক্রিয়াতেই তিনি খুশি।