বলিউড (Bollywood) তারকারা আজ সারা বিশ্বে জনপ্রিয়। তাদের জনপ্রিয়তা এখন অনেক হলিউডের তারকাদের থেকেও বেশি। বলিউডের ছবিতে অভিনয় করেই এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন তারা। কিন্তু তারকাদের মত তাদের বোনেরা কিন্তু অভিনয় জগতে পা রাখেননি বরং প্রত্যেকেই অন্য পেশার সঙ্গে যুক্ত। জেনে নিন এই তারকাদের বোনেদের নাম।
অনিশা পাড়ুকোন (Anisha Padukone) : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এই ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রীদের মধ্যে তিনি হলেন অন্যতম। তবে তার মত তার বোন অনিশা অভিনয় জগতে আসেননি, পেশায় তিনি একজন গলফার।
ঋদ্ধিমা কাপুর (Riddhima Kapoor) : বলিউড অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)-কে চেনে না এমন ভারতীয় খুব কম রয়েছে। তার অসংখ্য ভক্ত রয়েছে সারা বিশ্বে। কিন্তু তার বোন ঋদ্ধিমাকে হয়তো অনেকেই চেনেন না ওই। তিনি রণবীরের মত বলিউড তারকা নন, তিনি হলেন একজন ফ্যাশন ডিজাইনার।
অংশুলা কাপুর (Anshula Kapoor) : বলিউডের পরিচিত মুখ হলেন অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। বলিউডের বহু ব্লকবাস্টার ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার এক বোন রয়েছে যার নাম অংশুলা কাপুর। অংশুলা অভিনয় জগত থেকে দূরেই থাকতে পছন্দ করেন।
রঙ্গোলি চন্দেল (Rangoli Chandel) : বলিউডের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী হলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তবে বিতর্কিত মন্তব্য করলেও ইন্ডাস্ট্রিতে তিনি সফল অভিনেত্রী হিসেবেই পরিচিত। কিন্তু তার বোন রঙ্গোলি চন্দেল তার মত অভিনয় জগতে পা রাখেননি। বরং লাইমলাইট থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করেন তিনি।
রিয়া কাপুর (Rhea Kapoor) : বলিউড অভিনেত্রী সোনাম কাপুর (Sonam Kapoor) হলেন ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা। তবে তার বোন রিয়া কাপুর কিন্তু অভিনয় জগতে পা রাখেননি। তিনি হলেন একজন প্রযোজক ও ফ্যাশন ডিজাইনার।
আরও পড়ুন : অনেকেই জানেন না এই ৬ বিখ্যাত বলিউড সেলিব্রিটি আসলে ভাই-বোন
শ্বেতা নন্দা (Shweta Nanda) : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর বোন হলেন শ্বেতা নন্দা। অভিষেক ছাড়াও বচ্চন পরিবারের সকলেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু শ্বেতা কখনোই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না বরং লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন তিনি।
আরও পড়ুন : বিয়ের পর স্বামীর সঙ্গে কেন থাকেন না শ্বেতা বচ্চন? ফাঁস হল বচ্চন পরিবারের সিক্রেট