অনেকেই জানেন না এই ৬ বিখ্যাত বলিউড সেলিব্রিটি আসলে ভাই-বোন

বলিউডের সেলিব্রেটিদের নিয়ে আমাদের উৎসাহ কম নয়। তারা তারকা বলেই তাদের সম্পর্কে জানার আমাদের এত কৌতুহল। সেই কারণে তাদের জীবন, তাদের জীবনের ব্যক্তিগত ঘটনা সবকিছু জানতেই আমরা মুখিয়ে থাকি। আর তাদের লাইফ স্টাইল, তাদের ব্যক্তিগত জীবন, তাদের জীবনে প্রেম – বিবাহ ইত্যাদি নিয়ে এত পত্রিকায় এত লেখালেখি।

বলিউডের অনেক সেলিব্রেটি আছেন যারা সম্পর্কে ভাইবোন হন। অনেকেই তাদের কথা জানেন আবার অনেকেই তাদের বিষয়ে অবগত নন। বলিউডের যে সকল সেলিব্রেটিরা সম্পর্কে ভাই বোন হন তাদের বিষয়ে বলতেই আজকের এই প্রতিবেদনটি লেখা। এই প্রতিবেদন টি মন দিয়ে পড়লে আপনিও এমন অনেক নতুন তথ্য পাবেন যা হয়তো আপনার অজানা।

   

১। কাজল ও অয়ন :- বলিউডের বিখ্যাত নায়িকা কাজল ও বলিউডের পরিচালক অয়ন মুখোপাধ্যায় সম্পর্কে ভাই বোন হন। তারা কাকা তুতো ভাই বোন। আসলে কাজলের বাবা সোমু মুখোপাধ্যায় ও অয়নের বাবা দেব মুখোপাধ্যায় দুই ভাই হন আর সেই সূত্রে কাজল আর অয়ন ও ভাই বোন।

২।সোনাম কাপুর ও রণবীর সিং :- বলিউডের এই দুজন বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী ও সম্পর্কে ভাই বোন হন। তারা দুজনে মাসতুতো ভাই বোন। সোনামের দিদা ও রণবীর সিংহের ঠাকুরদার দুই ভাইবোন হন।

৩।আলিয়া ভট্ট ও ইমরান হাশমি :- আলিয়া ভট্ট ও ইমরান হাশমি ও সম্পর্কে ভাই বোন হন। আলিয়া ভট্টের বাবা মহেশ ভট্টের ভাইপো হন ইমরান। আর সেই সূত্রে ইমরান আলিয়ার দাদা হয়।মহেশ ভট্টের ‌তুতো বোনের ছেলে ইমরান।

৪।ফারহা খান ও ফারহান আখতার :- সম্পর্কে এরা দুজন মাসতুতো ভাই বোন। ‌ ফারহার মা ও ফারহানের মা দুই বোন হ‌ওয়ায় এরা ভাই বোন।

৫।কর্ণ জোহর ও আদিত্য চোপড়া :- বলিউডের বিখ্যাত দুই পরিচালক এরা দুজন।এরাও সম্পর্কে দুই ভাই হন। কর্ণ জোহরের মা ও আদিত্য চোপড়ার বাবা একই মায়ের সন্তান।

৬।আদিত্য চোপড়া ও বিধু বিনোদ চোপড়া :- বিধু বিনোদ চোপড়াও বলিউডের একজন পরিচালক। এরাও সম্পর্কে দুই ভাই হন ‌‌। যশ চোপড়ার ভাই ডিএন চোপড়ার ছেলে হলেন বিধু বিনোদ।

৭।বিবেক ও অক্ষয় ওবেরয় :-এই দুই বলিউড তারকাও খুড়তুতো দুই ভাই। বিবেক ও অক্ষয়ের বাবা আসলে একই মায়ের দুই ছেলে, সেই সূত্রে তারা দুই ভাই।