সঞ্জয় লীলা বানসালির প্রথম ওটিটি ডেবিউ সিরিজ হল হীরামান্ডি। এই সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিকে রয়েছে। এই সিরিজে নতুন এবং পুরনো মিলিয়ে অনেক তারকার দেখা মিলেছে। খোদ সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি শরমিন সেহগল অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ আলেমজেবের চরিত্রে। কিন্তু দর্শকদের বিচারে পরিচালকের ভাগ্নিকে ছাপিয়ে গিয়েছেন তথাকথিত নবাগতা আউটসাইডার অভিনেত্রীরা। তাদের মধ্যে অন্যতম হলেন আভা রন্তা।
আভা এই সিরিজে মনীষা কৈরালার চরিত্র মল্লিকাজানের কমবয়সের ভূমিকাতে অভিনয় করেছেন। সিরিজের গল্পের নিরিখে এই চরিত্রটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। দর্শকদের বিচারে, আভা নিখুঁতভাবে তার চরিত্রটিকে পর্দায় উপস্থাপন করেছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে এটাই তার প্রথম কাজ। উল্লেখ্য, তিনি হলেন প্রতিভা রন্তার বোন। যিনি এই সিরিজে সানজিদা শেখের মেয়ের ভূমিকাতে অভিনয় করেছেন।
আভা এবং প্রতিভার জন্ম সিমলার একটি ছোট্ট গ্রামে। যে গ্রামের নাম রোডো। তাদের গ্রামে সিনেমা হল নেই। কিন্তু ঘরে ঘরে টিভি আছে। সেই গ্রামের মেয়ে আভা এবং প্রতিভা এখন টিভি সিরিয়াল, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। স্বভাবতই এতে বেশ খুশি তাদের পরিবার এবং প্রতিবেশীরা। গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে আভা চলে আসেন মুম্বাইতে। এখানে এসে তার মডেলিংয়ে হাতেখড়ি হয়।
আভা এবং প্রতিভা, দুজনেই গ্ল্যামার দুনিয়াতে কেরিয়ার গড়তে চেয়েছিলেন। তারা দুজনেই মডেলিং করতে শুরু করেন। সেই সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যেত তাদের মুখ। তবে এর মধ্যে আভা কিন্তু মুম্বাইয়ের একটি কলেজ থেকে পড়াশোনাও করেছেন। কলেজে পড়তে পড়তেই তিনি মডেলিং করতেন। ২০১৮ সালে মুম্বাইয়ের একটি সৌন্দর্য প্রতিযোগিতাতে তিনি বিজেতা হন। এরপর তিনি কেরিয়ারে মন দেন।
ভিকি কৌশলের সঙ্গেও একটি ছবিতে অভিনয় করেন আভা। ২০২১ সালে অক্ষয় খান্নার ‘স্টেজ অফ সিজ : টেম্পল অ্যাটাক’ নামের একটি ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে আভার তুলনায় প্রতিভার জনপ্রিয়তা এখন অনেকটা বেশি। তিনি কিরণ রাওয়ের ‘লাপতা লেডিস’ সিনেমাতে অভিনয় করার দরুণ আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছেন এখন।
আরও পড়ুন : হীরামান্ডিতে অভিনয় করে কে কত টাকা পারিশ্রমিক পেলেন? দেখুন তালিকা
আরও পড়ুন : ‘হীরামান্ডি’র গান গেয়ে খুলে গেল ভাগ্য! এই বাঙালি গায়িকার পায়ে মাথা নত করছে বলিউড
‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের দৌলতেই বর্তমানে আভাকে চিনতে শুরু করেছেন নেটিজেনরা। এই সিরিজে কয়েক মিনিটের জন্য অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে এতেই তিনি সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র আলমজেবের চরিত্রাভিনেত্রী শরমিনকে মাত দিয়েছেন, এমনটাই বলছেন দর্শকরা। ইনস্টাগ্রামে সদ্য একটি অ্যাকাউন্ট খুলেছেন তিনি। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তার ফলোয়ার্সের সংখ্যাও বাড়ছে।