উপহারের বিনিময়ে অর্থ সংক্রান্ত প্রশ্ন করায় সম্প্রতি লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেত্রী মহুয়া মৈত্র (Mahua Moitra)। মহুয়াকে ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তাল হয়েছে দেশের রাজনৈতিক মহল। কিন্তু আজ মহুয়ার রাজনৈতিক বিষয় নিয়ে কোন আলোচনা করব না তার শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) নিয়ে, যা শুনলে আপনিও চমকে যেতে পারেন।
মহুয়া কলকাতার একটি স্থানীয় স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য যান মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট হোলিওক কলেজ, সাউথ হ্যাডলি, ম্যাসাচুসেটস থেকে অর্থনীতি এবং গণিতে ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনা শেষ করার পর নিউইয়র্ক সিটি এবং লন্ডনে মর্গান চেজের জন্য বিনিয়োগ ব্যাংকার হিসেবেও কাজ করেছিলেন বেশ কিছু বছর।
২০০৯ সালে মর্গান চেজের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে তিনি যোগদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টিতে। রাহুল গান্ধীর সঙ্গে ‘আম আদমি কা সিপাই’, কর্মসূচিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ২০১০ সালে কংগ্রেস থেকে পদত্যাগ করে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যোগদান করেন।
২০১৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর থেকে তৃণমূলের সংসদ সদস্য হিসেবে সপ্তদশ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। ২০২১ সালে ১৩ নভেম্বর গোয়া বিধানসভা নির্বাচনের জন্য টিএমসি দলের প্রতিনিধি হিসাবে নির্বাচনও করা হয়। সম্প্রতি অর্থের জন্য প্রশ্ন জিজ্ঞাসা করায় সদস্য পথ হারান মহুয়া। এই প্রশ্নটিকে ইংরেজিতে ক্যাশ অফ কোয়ারি বলা হয়।
প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধে সংসদে টাকার জন্য প্রশ্ন করার অভিযোগ এনেছিলেন বিজেপি সংসদ নিশিকান্ত দুবে। বিজেপি নেতার অভিযোগ অনুযায়ী, মহুয়া ব্যবসায়ী দর্শন হীরানন্দানির -এর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন এবং আদানি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন সংসদে। এই ঘটনাটিকে ফৌজদারী কাজ অভিহিত করে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন : নামেই সুপারস্টার, পড়াশোনাতে লবডঙ্কা! বলিউডের সবথেকে অশিক্ষিত তারকা কে জানেন?
আরও পড়ুন : কত দূর পড়াশোনা করেছেন কোয়েল মল্লিক? তার শিক্ষাগত যোগ্যতা জানলে চোখ কপালে উঠবে
মহুয়ার এই ঘটনাটিকে অনেকেই ২০০৫ সালের ক্যাশ অফ কোয়ারি ঘটনার সঙ্গে তুলনা করছেন। মহুয়ার এই বহিষ্কার যে বিজেপির কাছে একটি বড় অস্ত্র হয়ে দাঁড়ালো তা বলাই বাহুল্য। মহুয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত করা নির্দেশ দিয়েছেন সংসদ তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন : কতদূর পড়াশোনা করেছেন অরিজিত সিং? চমকে দেবে তার শিক্ষাগত যোগ্যতা