আমিতাভ বচ্চনের পরিবারের কার পড়াশোনার দৌড় কতদূর?

বচ্চন পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা জানলে চমকে যাবেন

Riya Chatterjee

Updated on:

Bachchan Family Education : বলিউডের সুপারস্টার পরিবারগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, অভিষেক বচ্চন থেকে ঐশ্বর্য রাই বচ্চন, এই পরিবারের প্রায় প্রত্যেকেই সুপারস্টার। তবে বচ্চন পরিবারের সদস্যরা কে কতদূর পড়াশোনা করেছেন জানেন? এই সুপারস্টার ফ্যামিলির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা (Bachchan Family Education) আপনাকে চমকে দেবে।

জয়া বচ্চন (Jaya Bachchan Educational Qualification) : অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন ছিলেন ৮০ এর দশকের বলিউডের একজন টপ নায়িকা। তিনি ভোপালের জোসেফ কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন। তারপর পুনের এফটিআইআই থেকে তিনি স্নাতক স্তরের ডিগ্রী অর্জন করেন।

amitabh bachchan hit movies

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan Educational Qualification) : অমিতাভ বচ্চন হলেন বলিউডের শাহেনশা। ৮০-৯০ এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি তার সুপারস্টার ইমেজ ধরে রেখেছেন। তিনি ছোটবেলাতে নৈনিতালের শেরউড স্কুল থেকে পড়াশোনা করেন। তারপর দিল্লির কিশোরী লাল কলেজে ভর্তি হয়ে তিনি স্নাতক পাশ করেন।

অভিষেক বচ্চন (Abhishek Bachchan educational qualification) : অভিষেক বচ্চন বাবার পথ অনুসরণ করে বলিউড ইন্ডাস্ট্রিতে এলেও তিনি বাবার জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেননি। কিন্তু পড়াশোনাতে তিনি খুবই মেধাবী ছিলেন। মুম্বাইয়ের স্কটিশ স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন। এরপর ভর্তি হন বোস্টন ইউনিভার্সিটিতে। তবে কলেজের পড়া শেষ না করেই তিনি ভারতে ফিরে আসেন এবং অভিনয় দুনিয়াতে পা রাখেন।

JAYA BACHCHAN AND SHWETA BACHCHAN

শ্বেতা বচ্চন নন্দা (Shweta Bachchan-Nanda Educational Qualification) : অমিতাভ এবং জয়ার একমাত্র মেয়ে শ্বেতা। তিনি কখনও বাবা-মায়ের পথ অনুসরণ করে বলিউডে পা রাখেননি। সুইজারল্যান্ডের একটি স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। তারপর বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক হয়েছিলেন।

নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda Educational Qualification) : শ্বেতা বচ্চন নন্দার মেয়ে নভ্যা নভেলি নন্দা। নায়িকাদের মত সুন্দরী হওয়া সত্বেও তিনি তার মায়ের মত ক্যামেরার আড়ালেই থাকতে চান। তিনি লন্ডনের সেভেনোকস স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন তিনি।

Aishwarya Rai Bachchan

আরও পড়ুন : ঐশ্বর্যর দ্বিতীয় স্বামী অভিষেক বচ্চন, প্রথম স্বামী কে? পরিচয় জানলে চমকে যাবেন

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan Educational Qualification) : ঐশ্বর্য রাই বচ্চন, বিশ্বসুন্দরী এবং সেই সঙ্গে বলিউডের প্রথম সারির নায়িকা। তার আরেকটি পরিচয় তিনি বচ্চন পরিবারের বৌমা। ঐশ্বর্য আর্য বিদ্যামন্দিরে স্কুলের পড়াশোনা করেন। দ্বাদশ শ্রেণীতে ৯০ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। এরপর তিনি মডেলিং করতে শুরু করেন। তবে তার পরেও তিনি মুম্বাইয়ের ডিজি রূপারেল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি।

আরও পড়ুন : কারও ২৬, কারও ২৪ বছর! বলিউডের সেলিব্রিটি ভাইবোনদের বয়সের পার্থক্য আপনাকে অবাক করবে