প্রথম দেখাতেই প্রেম, ৫ বছরের দাম্পত্য, সিনেমার থেকেও ধামাকাদার বাবুল-রচনার প্রেম কাহিনী

ঠিক যেন ‘রাব নে বানা দি জোড়ি’! বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং তার স্ত্রী রচনা শর্মার (Rachana Sharma) প্রেম কাহিনী শুনে এমনটাই বলছেন নেটিজেনরা। তাদের প্রেমের শুরুটা হয়েছিল একেবারেই অভিনবভাবে। দিদি নাম্বার ওয়ানে (Didi Number One) রচনা ব্যানার্জীর সামনে সস্ত্রীক হাজির হয়ে বাবুল সুপ্রিয় শোনালেন তার জীবনের অজানা প্রেম কাহিনী (Love Story)।

রচনা শর্মা বাবুলের দ্বিতীয় স্ত্রী। এই সুন্দরীকে একটি বিমানে প্রথম দেখেছিলেন বাবুল সুপ্রিয়। প্রথম দর্শনেই প্রেম। আর দেরি না করে তখনই একেবারে ফিল্মি কায়দায় নিজের মনের কথা জানিয়ে দিয়েছিলেন রচনাকে। তার পরের ঘটনাটাও বেশ ইন্টারেস্টিং। বলতে গেলে একেবারে ফিল্মি কায়দাতেই এগিয়েছে বাবুল এবং রচনার প্রেমের গল্পটা। বাবুল জানান তার স্ত্রী রচনা শর্মা জেট এয়ারওয়েজের বিমান সেবিকা। আকাশপথে ভ্রমণকালে তিনি এই সুন্দরীর দেখা পেয়েছিলেন। মনের কথা মুখে আনতে দেরি করেননি। সরাসরিই চেয়ে বসেছিলেন সুন্দরীর ফোন নাম্বার। রচনাও বাবুল সুপ্রিয়কে নিজের ফোন নাম্বার লিখে দিয়েছিলেন।

Love Story of Babul Supriyo and His Wife Rachna Sharma

তবে এসব ব্যাপারে বাবুল অতি বিচক্ষণ মানুষ! তাই তিনি রচনার আসল কৌশল ধরে ফেলেছিলেন। তিনিও সঙ্গে সঙ্গে নম্বরটা কেটে দিয়ে বলেন, “আসল নম্বরটা দিন”! রচনাকে এরপর আসল নম্বরটা দিতেই হলো। সেই থেকে শুরু প্রেমালাপ। তারপর প্রেমের গণ্ডি পেরিয়ে আজ সুখী দম্পতি তারা। বিয়ের পর দেখতে দেখতে ৫ টি বছরও কাটিয়ে ফেললেন তারা। রচনা-বাবুলের প্রেমের কাহিনী শোনানোর পাশাপাশি বিয়ের পরেও তাদের সম্পর্কের বন্ডিংয়ের রহস্যও দিদি নাম্বার ওয়ানে ফাঁস করেছেন বাবুল সুপ্রিয়।

তিনি বলেন আজও যখনই স্ত্রীকে নিয়ে তিনি কোথাও বের হন তখন স্ত্রীর কপালের টিপ নিজের হাতে পরিয়ে দেন। তাছাড়া স্ত্রীকে নিয়ে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার সময়টুকুও ঠিক বের করে নেন এই ব্যস্ততম রাজনীতিক। উল্লেখ্য, এদিন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে উপস্থিত ছিলেন সস্ত্রীক মদন মিত্রও। বাবুল-রচনার প্রেম কাহিনী শুনে তিনিও অবাক হয়েছেন।