‘২০০ কোটি টাকা পুড়ে ছাই হবে,’ ‘গঙ্গুবাই’ আলিয়াকে ধুয়ে দিলেন কঙ্গনা রানাওয়াত

এই সপ্তাহে মুক্তি পেতে চলেছে এই বছরের সর্বাধিক প্রতীক্ষিত বলিউড (Bollywood) ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। বলিউড সেরা পরিচালক সঞ্জয় লীলা বানসালির (Sanjay Leela Bhansali) এই ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। কামাথিপুরার পতিতালয়ের একজন ব্যক্তিত্বময়ী নারীর জীবনের প্রেক্ষাপটে সত্যি ঘটনা অবলম্বনে বানানো এই ছবি নিয়ে দর্শকমহলেও চরম উত্তেজনা রয়েছে। আগামী ২৫শে ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। তবে ছবি মুক্তির আগেই বানসালি, আলিয়া এবং তার বাবা মহেশ ভাটকে (Mahesh Bhatt) ফের একবার তোপ দাগলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

আগামী শুক্রবার ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। কঙ্গনা তার আগেই ইনস্টাগ্রামে এই ছবিকে উদ্দেশ্য করে লম্বা-চওড়া পোস্ট করে বসলেন। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, একজন মুভি মাফিয়া বাবার ব্রিটিশ পাসপোর্টধারী ‘পাপা কি পরী’র জন্য এই শুক্রবার ২০০ কোটি টাকা পুড়ে ছাই হয়ে যাবে বক্স অফিসে। কারণ বাবা প্রমাণ করতে চেয়েছিলেন রমকম বিম্বো অভিনয় করতে পারে। এই ছবির সব থেকে বড় দুর্বলতা ছবির ভুল কাস্টিং। এরা কখনও শুধরাবে না। এদের জন্যই দক্ষিণের এবং হলিউড ছবি এগিয়ে রয়েছে।”

কঙ্গনা আরও লিখেছেন, “যতদিন এই মুভি মাফিয়ারা থাকবে ততদিন সর্বনাশের দিকে এগিয়ে যাবে বলিউড।” কঙ্গনার অভিযোগ, বলিউডের ‘মাফিয়া ড্যাডি’ (পড়ুন মহেশ ভাট) একাই এতদিন ফিল্ম ইন্ডাস্ট্রির ঐতিহ্যকে নষ্ট করে এসেছেন। তিনি এখন বলিউডের বড় বড় পরিচালকদের ‘ইমোশনালি’ চাপ দিচ্ছেন যাতে তার মেয়ে তাদের বড় মাপের ছবিতে অভিনয় করার সুযোগ পায়! কঙ্গনার সাফ বক্তব্য, আসন্ন ছবিটির মুক্তির পর তার উদাহরণ মিলবে।

সাধারণের কাছে ‘মাফিয়া ড্যাডি’র এই প্রয়াস ব্যর্থ করে দেওয়ার আবেদন করেছেন তিনি। কঙ্গনা বলেছেন, “এই শুক্রবার একজন ক্রিয়েটিভ পরিচালক এবং একজন বড় অভিনেতা তার ম্যানিপুলেশনের শিকার হবেন’’। উল্লেখ্য, বলিউডের সেলিব্রেটিরা প্রায় সময় কঙ্গনার তোপের মুখে পড়েন। বিশেষত আলিয়াকে প্রায়শই কটাক্ষ করেন কঙ্গনা। কঙ্গনার কাছে আলিয়া ‘নেপো-গ্যাং’য়ের সদস্য। এর আগে ‘সড়ক ২’ ছবি মুক্তির আগেও মহেশ ভাট এবং আলিয়াকে ঠিক একইভাবে আক্রমণ করেছিলেন কঙ্গনা।

‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় এই প্রথম কাজ করলেন আলিয়া ভাট। ছবিতে আলিয়া ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বিজয় রাজ, অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, হুমা কুরেশি, জিম শরভ এবং অন্যান্যরা।