ভুলে যান বাদাম বাদাম, বাদাম কাকুর নতুন গান মাতিয়ে দিল নেটপাড়া

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম’, সাধারণ কিছু শব্দবন্ধ নিয়ে পরপর বসিয়েই এক ভাইরাল গানের জন্ম দিয়ে ফেলেছেন বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। এই গান গেয়ে বাদাম বিক্রি করে তার পেটের ভাতের যোগান হত। আর এই গানই তাকে সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল করেছে। তিনি পৌঁছে গিয়েছেন শ্রোতাদের মনের খুব কাছে।

তবে ‘বাদাম কাকু’ শুধু একটি ভাইরাল গান গেয়েই থেমে নেই, তিনি ইতিমধ্যেই আরও একটি গান বেঁধে ফেলেছেন। বাদাম কাকুর গান মানেই ‘সিম্প্লিসিটি’ তার অন্যতম বৈশিষ্ট্য। তিনি গাইলেন, ‘আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন’। এই গানটিও সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যেই ভাইরাল। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেল থেকে তার ডাক পড়েছিল। তাই তিনি উপস্থিত হয়েছিলেন সেখানে। সেখানেই সংবাদ প্রতিদিনকে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের নতুন গান শোনালেন বাদাম কাকু।

তার খ্যাতি বিশ্বজোড়া। শুধু ইংরেজি কিংবা হিন্দিতেই নয়, ভোজপুরি, হরিয়ানভিতেও কাঁচা বাদামের রিমেক হয়েছে। তাছাড়া দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তিনি বেশ জনপ্রিয়। টলিউড বলিউড মিলিয়ে অসংখ্য তারকা ‘কাঁচা বাদাম’ গানে কোমর দুলিয়েছেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিল ভিডিও বানানোর হিড়িক পড়ে গিয়েছে। তারকা থেকে সাধারণ মানুষ, ‘কাঁচা বাদাম’ গানে কোমর দোলাচ্ছেন সকলেই। তাই ‘বাদাম কাকু’ এখন যেন আন্তর্জাতিক মানের তারকা হয়ে উঠেছেন।

গান গেয়ে গোটা বিশ্বকে হাতের মুঠোয় এনে ফেলেছেন তিনি। গানই বদলে দিয়েছে তার ভাগ্য। তাকে এনে ফেলেছে কলকাতার গণ্যমান্যদের ভিড়ে। তার গান শুনে মুগ্ধ টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য থেকে শুরু করে দর্শনা বণিকও। কলকাতার ক্লাবে ভুবন বাদ্যকরকে সামনে থেকে দেখে এবং তার গান শুনে ভীষণ উচ্ছ্বসিত নায়িকা। তিনি বলেন বাঙালি হিসেবে তার গর্ব হচ্ছে ‘বাদাম কাকু’কে নিয়ে। এই মানুষটা আজ সারা বিশ্ব থেকে ভালোবাসা পাচ্ছেন। তাই তাকে নিয়ে গর্বিত দর্শনা।