বীরভূমের নাম উজ্বল করলো বাদাম কাকু, কলকাতা বুকে বসলো ভুবন বাদ্যকরের মূর্তি

মাত্র একটি গান গেয়েই দিকে দিকে ছড়িয়ে পড়েছে তার খ্যাতি। তিনি ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। সকলের কাছে তার পরিচয় ‘বাদাম কাকু’ (Badam Kaku) হিসেবে। ‘কাচা বাদাম’ (Kacha Badam) গানের স্রষ্টাকে নিয়ে মাতামাতি এখনও অব্যাহত। যেদিন এই গানটি ভাইরাল হয়েছিল তারপর থেকে কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস। তবুও ভাইরালের ট্রেন্ড থেকে সরানো যাচ্ছে না ‘কাঁচা বাদাম’কে। দিনে দিনে ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকরের জনপ্রিয়তা আরও বাড়ছে।

‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর অনেকেই ভেবেছিলেন আর পাঁচটা ভাইরাল গানের মত এই গানটিও সোশ্যাল মিডিয়াতে দুদিন পর গায়েব হয়ে যাবে। তবে তেমনটা আর হল কই? বরং এই গানের দৌলতে একের পর এক মাইলস্টোন ছুঁয়ে ফেলছেন ভুবন বাদ্যকর। রানাঘাটের রানু মন্ডলের মত তিনিও আজ ভাইরাল। পার্থক্য এই যে রানু মন্ডলের খুব তাড়াতাড়িই পতন হয়েছিল। ভুবন বাদ্যকর সেখানে এখনও বাজিমাত করছেন।

kancha badam

নামিদামি শিল্পীদের সঙ্গে গান গাওয়া, স্টেজ পারফরম্যান্স, মিউজিক অ্যালবামের কাজের পাশাপাশি কলকাতার নামী-দামী ক্লাবে গান গাইছেন ভুবন বাদ্যকর। টলিউড-বলিউড, দেশ-বিদেশের গণ্ডি পেরিয়ে ভুবন বাদ্যকর আজ রীতিমতো সেলিব্রিটি। তিনি পেয়েছেন আইপিআরএস সম্মান। যে সদস্যপদ থাকলে তিনি তার গানের জন্য আজীবন রয়েলিটি পাবেন। এবার শহর কলকাতা তাকে আরও এক নতুন সম্মান দিল। তার মূর্তি গড়ে দিল কুমোরটুলি।

কুমোরটুলির বিখ্যাত শিল্পী পরিমল পাল ভুবন বাদ্যকরের মূর্তি তৈরি করছেন। মাত্র ৫ দিনেই তিনি ভুবন বাদ্যকরের মূর্তি বানিয়ে ফেলেছেন। একনজরে দেখলে আসল-নকল চেনা হবে মুশকিল। দোলের দিন কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরের কাছে স্বাধীন সংঘের একটি মন্ডপের পাশে ‘বাদাম কাকু’র মূর্তি রাখা হবে বলে জানি যাচ্ছে।

দোল পূর্ণিমা উপলক্ষে মণ্ডপে গোপাল পূজা হবে। এই মণ্ডপেই রাখা থাকবে ভুবন বাদ্যকরের মূর্তি। এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে। ইতিমধ্যেই ভুবন বাদ্যকরের মূর্তি দেখার জন্য অনেকে শিল্পীর কাছে ভিড় জমাচ্ছেন। ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টা ধীরে ধীরে বাংলার একজন আইকনিক ব্যক্তিত্ব হয়ে উঠছেন।