দিদি নাম্বার ওয়ানে যেতে চাইলে আবেদন করুন এইভাবে

সারাদিনের ব্যস্ততার ফাঁকে ঠিক সময় মত কাজ গুছিয়ে বিকেল ৫টা থেকে ৬টার এক ঘন্টার সময়টুকু বের করে নিয়ে টিভির সামনে বসতে ভোলেন না বাংলার দিদিরা। জি বাংলায় (Zee Bangla) চলছে দিদি নাম্বার ওয়ান সিজন ৯ (Didi Number One Season 9) এর সম্প্রচার। রচনা ব্যানার্জীর সঞ্চালনায় প্রত্যেকদিন চারজন দিদি এসে খেলে জিতে নিয়ে যান অনেক অনেক পুরস্কার। এখন তো আবার দিদি নাম্বার ওয়ানের খেলায় এসেছে অনেক পরিবর্তন।

শপিং মল, টাকার গাছ, জ্যাকপট উইন্ডো থেকে থাকছে প্রচুর প্রচুর পুরস্কার এবং টাকা পাওয়ার সুযোগ। তবে অবশ্যই খেলে জিতে নিতে হবে। আর তার জন্য দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে পৌঁছানোও জরুরি। তবে দিদিরা দিদি নাম্বার ওয়ানে খেলতে চাইলেও কবে, কখন, কোন পদ্ধতিতে আবেদন করতে হবে তা অনেকেরই অজানা। আজ এই প্রতিবেদনে জেনে নিন দিদি নাম্বার ওয়ানে খেলতে যাওয়ার সুলুক সন্ধান।

যদি আপনি দিদি নাম্বার ওয়ানে দিয়ে খেলতে চান সেক্ষেত্রে আপনাকে দিদি নাম্বার ওয়ানের যেকোনও একটি এপিসোড খুব মন দিয়ে দেখতে হবে। কারণ ভবিষ্যতে দিদিদের দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমন্ত্রণ জানানোর সব উপায় বলে দেওয়া থাকে প্রত্যেক এপিসোডেই। শো সম্প্রচারের সময় রচনা অনেক সময় আবেদন করার পদ্ধতি বা আবেদনের জন্য নির্দিষ্ট ফোন নাম্বার বা ইমেইল বলে দেন।

আবার শো চলাকালীন টিভি স্ক্রিনের নিচেও ফোন নাম্বার এবং ইমেইল উল্লেখ করে দেওয়া থাকে। নির্দিষ্ট নম্বরে ফোন করে কিংবা ইমেইল মারফত নিজের বায়োডেটা জমা দিতে পারেন। আবেদনের পর বায়োডেটা যারা জমা দিয়েছেন তাদের মধ্য থেকেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অডিশনের জন্য ডাকা হয়। অডিশনে উত্তীর্ণ হতে পারলেই সরাসরি ডেকে নেওয়া হয় অনুষ্ঠানে।

বায়োডেটা হিসেবে ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, যোগাযোগের নম্বর জমা দিতে বলা হয়। শো’য়ের একজন কর্মচারী সতর্ক করে দিয়ে এই সময় পোর্টালের কাছে জানিয়েছেন, “অন্য কোনও প্ল্যাটফর্ম থেকে ফোন করে যদি Didi No 1-এর রেজিস্ট্রেশনের জন্য টাকা চায় তাহলে তা কখনই দেবেন না। এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের জন্য কোনও অর্থ দিতে হয় না। ফলে কেউ যদি Didi No 1-এ যাওয়ার সুযোগ দেওয়ার জন্য টাকা প্রয়োজন সেক্ষেত্রে বুঝতে হবে সে মিথ্যা বলছে।”