টলিউড নায়িকাদের বুড়ো আঙুল দেখিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে পালালেন এই বাংলাদেশি নায়িকা

ভারতীয় সিনেমার তারকাদের অবদানের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার আওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেক বছর। শুধু বলিউড নয়, ইদানিং আঞ্চলিক সিনেমা ইন্ডাস্ট্রিও তারকাদের সম্মানার্থে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করছে। টলিউডও পিছিয়ে নেই। জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা ২০২১ (Joy Filmfare Awards Bangla 2021) এর আয়োজন করা হয়েছিল সম্প্রতি। বিভিন্ন বিভাগে ব্ল্যাক লেডি পুরস্কার জিতে নিয়েছেন বাংলার নামিদামি তারকারা।

তবে টলিউডের হাতে একাধিক পুরস্কার উঠলেও সেরা অভিনেত্রীর পুরস্কার গেল ছিটকে। টলিউড অভিনেত্রীদের টপকে এই বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। প্রত্যেকবারের মতো এবারেও তার নাম রাখা হয়েছিল মনোনয়নের তালিকায়। উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর বিভাগে ফিল্মফেয়ার পেলেন জয়া।

জয়া আহসান ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। কলকাতার একটি পাঁচতারা হোটেলে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন বিভাগে বাংলার সেরা অভিনেতা, অভিনেত্রী, ছবি এবং ছবি দুনিয়ার অন্যান্য বিভাগে অনবদ্য অবদানের জন্য ‌ব্ল্যাক লেডি পুরস্কার তুলে দেওয়া হয়েছে যোগ্যদের হাতে। অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ ছবিতে অবদানের স্বীকৃতি হিসেবে জয়াও রইলেন তালিকায়।

গত আগস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘বিনিসুতোয়’। ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে ছবিতে অভিনয় করেছিলেন বাংলাদেশী নায়িকা। ছবিতে কেন্দ্রীয় চরিত্র এবং সমালোচক, উভয় বিভাগেই মনোনয়ন দেওয়া হয়েছিল জয়াকে। অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, অর্পিতা চট্টোপাধ্যায়, দামিনী বেনি বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়রাও মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষমেষ টলিউডকে টেক্কা দিয়ে গেলেন জয়া।

 

View this post on Instagram

 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের এই নায়িকা বাংলার একাধিক ছবি এবং ওয়েবসিরিজেও কাজ করেছেন। এপার বাংলা, ওপার বাংলার দর্শকদের কাছে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। গত ২০১৯ সালে বিজয়া এবং রবিবার ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ২০১৮তেও ‘বিসর্জন’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। তার আগে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ এবং ‘আবর্ত’ ছবির জন্যে মনোনয়ন পেলেও পুরস্কার আসেনি তার হাতে।