কাঁচা বাদামের সুরে মজার গান বাঁধলেন মীর, হেসে কুপোকাত নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) আজও নেটদুনিয়ার সেন্সেশন। মাসের পর মাস পেরোচ্ছে, অথচ ‘কাঁচা বাদাম’ গান নিয়ে মাতামাতি এখনও সেই আগের মতই আছে। বীরভূমের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) বাদাম বিক্রির জন্য যে গান বেঁধেছিলেন জনপ্রিয়তার নিরিখে সেই গান বলতে গেলে নামিদামি তারকার গানকেও মাত দিয়ে ফেলছে। ‘কাঁচা বাদাম’ অথবা বাদাম কাকুকে নিয়ে যা কিছুই ভিডিও বানানো হোক না কেন, সেগুলিও মুহূর্তের মধ্যেই ভাইরালের জগতে প্রবেশ করছে।

এহেন ‘কাঁচা বাদাম’ গান নিয়ে টলিউড-বলিউড সেলিব্রিটিরা রিল ভিডিও বানাচ্ছেন। এই ট্রেন্ড থেকে দূরে সরে থাকতে পারলেন না বাংলা টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক এবং রেডিও জকি মীর আফসার আলী (Mir Afsar Ali)। তিনি অবশ্য রিল ভিডিও বানাননি, বদলে তিনি আস্ত একখানা গান বেঁধে ফেলেছেন! এই গানের সুর হুবহু কাঁচা বাদামের সঙ্গে মিলে যায়। শুধু কাঁচা বাদামের জায়গায় স্থান পেয়েছে গজা!

সম্প্রতি মীর ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তাকে ‚কাঁচা বাদাম’ এর সুরে ‘গজা গজা দাদা গজা গজা’ গাইতে শোনা যাচ্ছে। গজা হাতে নিয়ে তার গাওয়া এই গানটি আপাতত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। হাসির রাজা গানটি একেবারেই তার নিজস্ব স্টাইলে গেয়ে ফের একবার নেট পাড়ায় হাসির রোল তুলেছেন। কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য।

‘কাঁচা বাদাম’ এবং তার স্রষ্টা একের পর এক সম্মান পাচ্ছেন। তার গাওয়া গান দেশ-বিদেশে ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর এবং শিল্পীদের মাঝে তার কদর বেড়েছে। এখন তিনি গান নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে তার পক্ষে আর বাদাম বেচতে যাওয়া সম্ভব হয় না। ইউটিউবে একাধিক গান গেয়েছেন তিনি। তার গান বাংলা ছাড়াও হিন্দি, হরিয়ানভি ও বিভিন্ন বিদেশী ভাষায় রিমেকও হয়েছে।

বীরভূমের এক বেসরকারি মিউজিক সংস্থার কাছে গানের সত্ত্ব বিক্রি করে তিনি ৩ লক্ষ টাকাও পেয়েছেন। এছাড়া আইপিআরএসের সদস্যপদও পেয়েছেন। যার ফলে তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে কেউ তার গান ব্যবহার করতে পারবে না। সদ্য কুমোরটুলি তার মূর্তিও গড়ে দিয়েছে। দিকে দিকে ছড়িয়ে পড়ছে ভুবন বাদ্যকরে খ্যাতি। তিনি কোনও সেলিব্রেটির তুলনায় কম কিছুই নন। তাই তাকে নিয়ে মেতে রয়েছে সেলিব্রিটি মহলও। মীরও এবার সেই দলে সামিল হলেন।

 

View this post on Instagram

 

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)