জনি সিনস (Johnny Sins), এই ব্যক্তিকে কম বেশি অনেকেই চেনেন। এই বিখ্যাত পর্নস্টারের নাকি হয়েছে যৌন অসুখ। জনির এই কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। রণবীরের হাত ধরে মুশকিল আসান হলো জনির। না বাস্তবে নয়, সম্প্রতি যৌন সমস্যা সংক্রান্ত একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন জনি এবং রণবীর। কিন্তু বিজ্ঞাপনের ভিডিও দেখে এসে লুটোপুটি খাচ্ছেন দর্শকরা। কী এমন রয়েছে ভিডিওতে?
হিন্দি ধারাবাহিকের আদলে তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটি
সম্প্রতি একটি বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছেন রণবীর সিং। ভিডিওটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর এবং জনি। তবে এটি শুধু বিজ্ঞাপন বললে ভুল বলা হবে, একেবারে হিন্দি সিরিয়ালের আদলে তৈরি করা হয়েছে এই বিজ্ঞাপনটিকে। আর পাঁচটা বিজ্ঞাপনের থেকে এক্কেবারে আলাদা ভাবে তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটি।
কী দেখানো হয়েছে বিজ্ঞাপনে
বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, রণবীরের ভাই অর্থাৎ জনির (বিজ্ঞাপনেও তার নাম জনি) স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ভাইয়ের বউ বাড়ি থেকে চলে যাচ্ছে দেখে এগিয়ে আসে রণবীর। ভাইয়ের বউকে রণবীর জিজ্ঞাসা করে, কেন বাড়ি থেকে চলে যাচ্ছে সে। উত্তরে জনির বউ ওরফে টিসু ভাসুর ওরফে রণবীরকে জানায়, সে শারীরিক মিলনে তৃপ্ত নয়। তাই সে বাড়ি থেকে চলে যাচ্ছে।
টিসুর মুখে এই কথা শুনে চমকে যায় সকলে। বৌমার মুখে এমন একটি কথা শুনে রেগে গিয়ে শাশুড়ি চড় মারে টিসুকে। এখানেই আসে চাঞ্চল্যকর সেই মোড়। শাশুড়ির হাতে চড় খেয়ে হঠাৎ করেই ব্যালকনি থেকে নিচে পড়তে থাকে টিসু। স্ত্রীকে বাঁচাতে ব্যালকনি থেকে ঝাঁপ দেয় জনি।
এই দৃশ্যটি একেবারে হিন্দি ধারাবাহিকের মত। বেশ কয়েক সেকেন্ড ধরে জনি এবং তার স্ত্রী ব্যালকনি থেকে নিচে পড়তে থাকে। এর মধ্যেই রণবীর ভাইয়ের মুখে ছুড়ে দেয় যৌন সমস্যা মেটানোর ওষুধ, বোল্ড কেয়ার। তারপরেই নিচে পড়তে পড়তে দুজনের মিলন হয়। (যদিও তা দেখানো হয়নি)। নিচে নেমে এসে দুজনের মুখেই তৃপ্তির হাসি।
আরও পড়ুন : ‘আমার স্তনে হাত, তারপর হস্তমৈথুন’! যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত দীপিকার নায়ক ভিন ডিজেল
রণবীর যখন ছুটে এসে ভাইয়ের বউকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? উত্তরে টিসু বলে, খুব ভালো আছি। জনি এবং রণবীর একে অপরকে জড়িয়ে ধরে এবং সকলের মুখে ফিরে আসে হাসি। বিজ্ঞাপনটি দেখে রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকরা। ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন, “এটা কি দেখলাম?” কেউ আবার লিখেছেন, “পুনম পান্ডেকে রাখলে ভালো হতো।”
আরও পড়ুন : পরিবারের সব ভাইয়ের ‘বউ’ একটাই, অবাধে চলে যৌনতা! ভারতের পড়শি দেশে চলছে অদ্ভুত রেওয়াজ
বিজ্ঞাপনের ভিডিওটি নিয়ে এত রসিকতা করা হলেও রণবীর কিন্তু ব্যাপারটিকে অন্যভাবেই দেখতে চাইছেন। অভিনেতার কথায়, যৌন সংক্রান্ত সমস্যা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই প্রচারমূলক কাজ তিনি করেছেন। মজার ছলে এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে, যাতে মানুষের মধ্যে বেশি প্রভাব পড়ে।
View this post on Instagram