‘আমার স্তনে হাত, তারপর হস্তমৈথুন’! যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত দীপিকার নায়ক ভিন ডিজেল

স্তনে হাত রেখে হস্তমৈথুন! দীপিকার নায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

বিপাকে পড়লেন ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস তারকা ভিন ডিজেল (Vin Diesel)। এই হলিউড তারকার বিরুদ্ধে যৌন রাস্তার মামলা করলেন তারই এক প্রাক্তন সহকারী আস্তা জোনাসন (Asta Jonasson)। খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় হয়ে গেছে হলিউড দুনিয়া। ঠিক কি ঘটেছিল আজ থেকে প্রায় ১২ বছর আগে?

২০১০ সালে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার শুটিং চলাকালীন হলিউড অভিনেতা ভিন ডিজেল তার এক প্রাক্তন সহকারীকে যৌন নিপীড়ন করেছিলেন, এমনটাই অভিযোগ এনে গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস আদালতে মামলা দায়ের করেছেন আস্তা জোনাসন। মামলা দায়ের করার সময় ঠিকই বলেছেন তিনি?

asta jonason and vin diesel

আস্তা জোনাসন জানিয়েছেন, ‘ফাস্ট ফাইভ’ সিনেমার শুটিং চলাকালীন আটলান্টার এক হোটেলের ঘরে অভিনেতা তাকে জোর করে বিছানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি সেখান থেকে পালাতে চাইলে পেছন থেকে তাঁর স্তন চেপে ধরে অবিরত চুম্বন করা হয়। শুধু তাই নয়, আস্থা পালানোর চেষ্টা করলে ডিজেল তাঁকে আটকে রাখে এবং যৌন অত্যাচার করে।

এই ঘটনার কয়েক ঘন্টা বাদেই অভিনেতার বোন সামান্থা ভিনসেন্ট, যিনি কিনা ওয়ান রেস প্রোডাকশনের কর্ণধার, তিনি আস্থাকে কাজ থেকে বের করে দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আস্থা ভিন ডিজেল এবং তার বোনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন আদালতে। এই অভিযোগটি সামনে উঠে আসায় রীতিমত নড়েচড়ে বসেছেন অভিনেতা ডিজেল।

asta jonason and vin diesel

ডিজেলের অ্যাটর্নি, ব্রায়ান ফ্রিডম্যান আস্থার এই দাবিগুলি অস্বীকার করেন। ফ্রিডম্যান বলেন, এই মামলাটি যে ঘটনার পরিপ্রেক্ষিতে করা হয়েছে সেই ঘটনাটি ১২ বছরেরও বেশি পুরনো। এত বছর পরে এই মামলাটি করার কোন মানে হয় না। আস্থা মাত্র ৯ দিনের কর্মচারী ছিলেন। তিনি যে দাবীগুলি করেছেন তা সত্যিই বিচিত্র।

আরও পড়ুন : ছোটবেলায় চলেছে অকথ্য যৌন নির্যাতন, যৌন হয়রানি শিকার হয়েছে এই ৬ অভিনেত্রী

asta jonason and vin diesel

আরও পড়ুন : ইন্ডাস্ট্রি দিয়েছিল যৌনরোগ, অভিনয় ছেড়ে দেহব্যবসায় নেমে মর্মান্তিক পরিণতি হয় এই অভিনেত্রীর

আস্থার আইনজীবী বিবিসিকে দেওয়া একটি বিবৃতিতে বলেছেন, ভিন ডিজেল এবং যারা তাকে যৌন নিপীড়নের অনুমতি দিয়েছেন এবং এই সমস্ত বিষয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তারা প্রত্যেকেই দায়ী এই জঘন্য অন্যায়ের জন্য। এই মামলাটি দীর্ঘদিনের অনেক সমস্যার পরিবর্তন ঘটাতে সাহায্য করবে।