ফ্রীতে দেখুন যত খুশি সিনেমা, মাত্র ১ টাকায় প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে Jio Cinema

বর্তমানে প্রায় বেশিরভাগ ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের বদলে কনটেন্ট দেখার সুযোগ পাওয়া যায়। প্রতিমাসে কিংবা বছরের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সাবস্ক্রিপশন হিসেবে দিয়ে পছন্দের সিনেমা কিংবা সিরিজ দেখা যাবে। কিন্তু জিও সিনেমা সিনে প্রেমীদের জন্য এনেছে একটা দারুণ সুযোগ। এবার মাত্র ১ টাকার বিনিময়ে যত খুশি সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা। জিও সিনেমার নতুন এই অফারে দারুণ খুশি গ্রাহকরা।

মাত্র ১ টাকার বিনিময়ে জিও সিনেমাতে উপলব্ধ বলিউড সিনেমা ও ওয়েব সিরিজ দেখার সুযোগ পাবেন গ্রাহকেরা। জিও সিনেমা প্রিমিয়াম নামে কয়েক মাস আগে এই অফার শুরু হয়েছে। যেখানে ২৯ টাকার মাসিক সাবস্ক্রিপশন রাখা হয়েছে। অর্থাৎ ২৯ টাকা দিলে আপনি এক মাসের জন্য সাবস্ক্রিপশন পাবেন। দিনে মাত্র ১ টাকা খরচ করে গোটা পরিবার একসঙ্গে বসে সিনেমা দেখার মজা উপভোগ করতে পারবেন। জিও সিনেমা প্রিমিয়ামে একগুচ্ছ ছবি এবং ওয়েব সিরিজ রাখা হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে ওএমজি ২, হনুমান, বিক্রম বেদা, অসুর ২, রফুচক্কর, অ্যালন ইত্যাদি।

OMG 2

ওএমজি ২ : ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠি। দর্শকদের বিচারে সিনেমাটির রেটিং বেশ ভালো। জিও সিনেমাতে ২৯ টাকা রিচার্জ করে আপনি এই সিনেমাটি দেখতে পারবেন।

হনুমান : দক্ষিণী অভিনেতা তেজা সাজার হনুমান ছবিটি ২০২৪ সালে মুক্তি পেয়েছে। সুপার ন্যাচারাল ধর্মী এই সিনেমাটি বক্স অফিসে অনেক টাকা উপার্জন করেছে। দর্শকরা বেশ প্রশংসা করেছে সিনেমাটির। এই সিনেমা এখন আপনি জিও সিনেমা প্রিমিয়ামে দেখতে পারবেন ঘরে বসেই।

Vikram Vedha

বিক্রম বেদা : সেইফ আলি খান এবং হৃত্বিক রোশন অভিনীত বিক্রম বেদা মুক্তি পেয়েছিল ২০২২ সালে। যদি আপনি এখনো এই সিনেমাটি দেখে না থাকেন তাহলে জিও সিনেমা প্রিমিয়াম আপনাকে সেই সুযোগ দিচ্ছে।

অসুর ২ : ভারতের মুক্তিপ্রাপ্ত সর্বকালীন সেরা ওয়েব সিরিজের মধ্যে অন্যতম হল অসুর। এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজন দারুণ হিট হয়েছে। তৃতীয় সিজন মুক্তি পাবে আর কিছুদিনের মধ্যেই। যারা অসুর দেখেননি তারা জিও সিনেমা প্রিমিয়ামে দেখতে পাবেন।

আরও পড়ুন : OTT তে দেখুন ২০২৪-এর সেরা ৫টি সিনেমা, না দেখলে চরম মিস

Rafuchakkar

রফুচক্কর : ২০২৩ সালে এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল। মনীশ পালের এই ওয়েব সিরিজ অনেকেই পছন্দ করেছেন। এখন এই ওয়েব সিরিজ নামমাত্র মূল্যের সাবস্ক্রিপশনে ঘরে বসেই দেখে নিন।

আরও পড়ুন : ভারতে নিষিদ্ধ এই ৫ সিনেমা, মুক্তি পায়নি সিনেমা হলেও, এখন দেখা যাচ্ছে OTT-তে

আকেলি : জিও সিনেমাতে এই সিনেমাটিও দেখানো হচ্ছে। সন্ত্রাসী হামলার উপর নুসরাত ভারুচার এই সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। আপনি যদি ঘরে বসেই সিনেমাটি দেখতে চান তাহলে জিও সিনেমা খুলুন এখনই।