OTT তে দেখুন ২০২৪-এর সেরা ৫টি সিনেমা, না দেখলে চরম মিস

২০২৪ সালে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে সিনেমা হলে। এই বছরে প্রথম চার মাসের মধ্যেই মুক্তি পেয়েছে এমন বেশ কিছু ছবি যেগুলো বেশ পছন্দ করেছেন দর্শকরা। এখন সেগুলো আপনি ওটিটি মাধ্যমে দেখতে পারবেন। আজকের এই প্রতিবেদনে ‌এই বছর মুক্তিপ্রাপ্ত দক্ষিণের সেরা ৫ টি সিনেমার নাম রইলো যেগুলো আপনি বাড়িতে বসে দেখতে পারবেন।

আব্রাহাম ওজলার : যারা থ্রিলার ধর্মী কনটেন্ট পছন্দ করেন তাদের জন্য এই ছবি। বিশেষ করে যারা সিরিয়াল কিলারের উপর থ্রিলার পছন্দ করেন তারা নির্দ্বিধায় দেখতে পারেন এই সিনেমা। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই সিনেমাটি।

Anweshippin Kandethum

অন্বেষীপ্পিন কান্ডেথুম : এই সিনেমাটি ক্রাইম থ্রিলার ধর্মী সিনেমা। ৮০-৯০ এর দশকে কুড়ি বছর বয়সী মেয়েদের হত্যাকান্ডের প্রেক্ষাপটে এই ছবির গল্প তৈরি হয়েছে। নেটফ্লিক্সে দেখানো হবে এই সিনেমাটিকে।

ব্রহ্মযুগম : যারা হররধর্মী ছবি চাইছেন তাদের জন্য রয়েছে ব্রহ্মযুগম। অনেকে এই ছবিটিকে ‘তুম্বাদ’ ছবির সঙ্গেও তুলনা করছেন। এই ছবিটি এখন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। বর্তমানে সনি লিভ প্ল্যাটফর্মে দেখতে পারবেন।

Manjummel Boys

মানজুম্মেল বয়েজ : এই সিনেমাটিকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। এই সিনেমাটি গভীর বন্ধুত্ব এবং সেই সঙ্গে অ্যাডভেঞ্চার-থ্রিলারের সংমিশ্রণে বানানো হয়েছে।

আরও পড়ুন : ভারতের সর্বকালের সেরা ওয়েব সিরিজ কোনটি? দেখুন সেরা ১০ তালিকা

আবেশম : ফাহাদ হাসিলের এই সিনেমাটিও এখন ওটিটি প্ল্যাটফর্মে এসে গিয়েছে। অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে এই সিনেমাটি।

Premalu

আরও পড়ুন : কেউ লাখ তো কেউ কোটি, ওয়েব সিরিজ করে কোন অভিনেত্রী কত টাকা পায়

প্রেমালু : রোমান্টিক এই সিনেমাটি আপনি দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। এই সিনেমাটি রোমান্টিক-কমেডি ধর্মী সিনেমা। একাধিক থ্রিলারের পাশে এই ধরনের সিনেমা আপনাকে মুগ্ধ করবেই।