সত্যজিৎ রায়ের ‘অপরাজিত’র কাছে হার মানলো কেজিএফ ২, ঘুরে দাঁড়াচ্ছে বাংলা সিনেমা

বাংলা ছবির এই দুর্দিনের বাজারে দেব, জিতের ছবি হল পায়, অথচ যিনি টলিউডকে (Tollywood) বিশ্বের দরবারে পৌঁছে দিলেন সেই সত্যজিৎ রায়কেই (Satyajit Ray) ব্রাত্য করে দিয়েছে টলিউড! একসময় নন্দনের উদ্বোধন হয়েছিল সত্যজিৎ রায়ের হাত ধরে। আজ সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ (Pather Panchali) ছবি বানানোর নেপথ্য গল্প নিয়ে বানানো ছবি ‘অপরাজিত’কে (Aparajita) হলেই ঢুকতে দেওয়া হল না! তবে কোনও প্রমোশন ছাড়াই দর্শকরা এসে দাঁড়ালেন ‘অপরাজিত’র পাশে।

বাংলা ছবির দর্শকরা ভালো ছবির পাশে রয়েছেন তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এই ছবিটি প্রথমে বাংলাতে সেভাবে হল না পেলেও দর্শকদের চাহিদায় ছবির স্ক্রীনিং বাড়াতে বাধ্য হয়েছেন হল মালিকরা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী গল্প নিয়ে ছবি বলে কথা! তার উপর আবার জিতু কমলের অসাধারণ অভিনয় ও সত্যজিতের চরিত্রে তার প্রস্থেটিক লুক! এমন বাংলা ছবির পাশে রুচিশীল বাঙালি দাঁড়াবেন না তো কি?

মেক আপের গুণে জিতু কমল যেন অবিকল সত্যজিৎ রায়! পরিচালকের ক্যামেরায় ধরা পড়েছে স্বর্ণযুগের সেইসব মুহূর্ত যা ইতিহাস গড়ে দিয়েছে টলিউড নিয়ে। বর্তমানে শহরের একাধিক সিনেমা হলে হাউসফুল বোর্ড ঝোলাচ্ছে ‘অপরাজিত’। এমনকি কোটি কোটি টাকা বাজেটের বলিউড এবং সাউথ ইন্ডিয়ান ছবিকেও টেক্কা দিচ্ছে এই বাংলা ছবি। আইএমডিবি রেটিংয়ে ‘কেজিএফ ২’কেও পেছনে ফেলেছে এই ছবিটি।

৮.৯ রেটিং পেয়েছে ‘কেজিএফ ২’। সেই জায়গায় ‘অপরাজিত’ পেয়েছে ৯.৩! কাজেই ভালো বাংলা ছবি যে কোয়ালিটির বিচারে দক্ষিণী ছবিকেও পেছন ফেলতে পারে তার প্রমাণ রেখেছে ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ে ‘অপরাজিত’ এর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এই ছবিতে জিতু কমলের অভিনয় বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল এবং সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের থেকে দারুণ প্রশংসা পেয়েছে।

দক্ষিণী ছবির দাপটের এই সময়ে ‘বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন’ বলে যেখানে অনুরোধ করতে হচ্ছে তারকা, প্রযোজক, পরিচালকদের সেখানে বাংলাতে হল না পেয়ে, তারকাদের প্রমোশনের সুযোগ না নিয়ে ‘অপরাজিত’ একাই লড়ছে। হয়তো এটাই সত্যজিৎ রায়ের ম্যাজিক যা আজও ফিকে হয়নি দর্শকদের মনে।