বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ! বাদাম কাকুর বাড়ির অন্দরমহল দেখলে লজ্জা পাবেন আপনিও

বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) দুঃখ ঘুঁচেছে সাধারণের আশীর্বাদে। এখন আর তাকে বাদাম বিক্রি করতে হয় না। বাদামের ঝুলি কাঁধে নিয়ে বের হলেও কেউ তার থেকে বাদাম কেনেন না, তার থেকে শুধু গান শুনতে সাধারণের আগ্রহ বেশি। তাই এখন বাদামের ব্যবসা ছেড়ে গান নিয়ে চর্চা করেই উপার্জনের নতুন রাস্তা খুঁজে নিয়েছেন ভুবন বাদ্যকর। সকলের প্রিয় ‘বাদাম কাকু’ (Badam Kaku) গান গেয়ে হয়েছেন সেলিব্রিটি।

বীরভূমের দুবরাজপুরের গ্রামে মাটির বাড়িতে একসময় কোনওরকমে পরিবার নিয়ে মাথা গুঁজে থাকতেন ভুবন বাদ্যকর। দাদার পরিবার এবং নিজের পরিবারের এতগুলো সদস্য খুব কষ্টে-সৃষ্টেই সেই মাটির বাড়িতে থাকতেন। এখন ভুবন বাদ্যকরের সুদিন ফিরেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে রাজপ্রাসাদের মতো নতুন বাড়ি (Bhuban Badyakar New House) গড়েছেন তিনি! সেই বাড়ির অন্দরমহল হার মানাতে পারে সেলিব্রিটিদের অন্দরসজ্জাকেও!

 Inside Views of Kancha Badam Singer Bhuban Badyakar is Viral on Social Media

লক্ষ লক্ষ টাকা খরচ করে যেমন যত্ন নিয়ে বাড়ি বানাচ্ছেন, বাড়ির অন্দরটাও তেমন ঢেলে সাজাচ্ছেন ভুবন বাদ্যকর। একতলার ওই বাড়িতে রয়েছে দুটি ঘর, বারান্দা, শৌচাগার এবং একটি রান্নাঘর। বাড়ির অন্দরসজ্জার জন্য ৩-৪ লক্ষ টাকা বরাদ্দ রেখেছেন। খুব সুন্দর করে সাজানো হচ্ছে বারান্দাটাকেও। বাড়ির মেঝেতে বসছে মার্বেল।

Inside Views of Kancha Badam Singer Bhuban Badyakar is Viral on Social Media

বাদাম কাকুর বাড়ির অন্দরসজ্জা থেকে এক কথায় চোখ ফেরানো দায়! ভুবনের ছেলে মনোজ বাদ্যকর জানিয়েছেন বারান্দার দেওয়ালে বাদাম কাকুর নিজের প্রতিকৃতি আঁকা হয়েছে। ভুবন বাদ্যকর কৃষ্ণের ভক্ত। তাই তার বারান্দার ফলস সিলিংয়ে কৃষ্ণ নাম লেখা হয়েছে। এছাড়া কাঠ এবং প্লাইউডের কাজ করা বারান্দাতে মানানসই ফ্যান এবং আলোর ব্যবস্থাও করা হয়েছে।

নতুন বাড়ি তৈরি করে বেজায় খুশি বাদাম কাকুও। তার কথায়, ‘‘আপনাদের আশীর্বাদে এই বাড়ি তৈরি করছি। কলকাতার শিল্পী আকাশ বণিক আমার বাড়ি সাজাচ্ছেন। এখনও রং হয়নি। কাজ চলছে। প্লাস্টারও হচ্ছে। আজ পুরো কাজ সম্পূর্ণ হবে। সকলকে ধন্যবাদ জানাই।’’