টেলি সিনে অ্যাওয়ার্ডে সেরা সম্মান পেলেন কারা, রইলো পুরস্কার বিজেতাদের নাম

বাংলা টেলিভিশন এবং সিনে জগতের তারকাদের উৎসাহ দিতে এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের অবদানকে স্বীকৃতি দিতে একের পর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবার কলকাতার নজরুল মঞ্চে টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২ (Telly Cine Award 2022) অনুষ্ঠিত হল। গত ১৪ই মে বিনোদন দুনিয়ার তারকাদের হাতে বিভিন্ন বিভাগে পুরস্কার তুলে দিতে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।

টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এবং ভারতের নামিদামি তারকারা। এই অনুষ্ঠান মঞ্চে টলিউড অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীত এবং অন্যান্য বিভাগের কলাকুশলীরা সকলেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে বেস্ট প্লেব্যাক সিঙ্গার বিভাগে পুরস্কার পেয়েছেন অনুপম রায়। ‘কন্ঠ’ সিনেমাতে ‘আলোতে আলোতে ঢাকা’ গানটির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

করোনার কারণে ২ বছর অনুষ্ঠানের আয়োজন বন্ধ ছিল। এই বছর অনুষ্ঠান মঞ্চে পুরস্কার জিতে সোশ্যাল মিডিয়াতে পুরস্কার হাতে ছবি শেয়ার করেছেন অনুপম। অন্যদিকে সেরা সংগীতশিল্পী হিসেবে পুরস্কার পেলেন বাংলাদেশের তাসনিম আনিকা। ‘নোলক’ সিনেমাতে ‘জলে ভাসা ফুল’ গান গাওয়ার জন্য পুরস্কার পেয়েছেন তিনি।

অন্যান্য বিভাগের মধ্যে সৃজিত মুখার্জির ‘গুমনামি’ ছবিটি পেয়ে গিয়েছে একসঙ্গে ৩ টি পুরস্কার। সেরা ছবি, পপুলার চয়েসে সেরা অভিনেতা এবং জুরিদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে এই ছবিটি। সৃজিত এবং প্রসেনজিৎ পুরস্কার হাতে পাওয়ার পর সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিয়েছেন পরিচালক। প্রসেনজিৎ সেই পোস্টে কমেন্ট করে পরিচালকের উদ্দেশ্যে বলেছেন, ‘তুমি আমার উপর যে ভরসা করেছিলে তার জন্য চিয়ার্স আর ছবির গোটা টিমকে ধন্যবাদ’।

‘চিনি’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন অপরাজিতা আঢ্য। এই বছর নজরুল মঞ্চে ১৯ তম টেলি সিনে অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, রাজ চক্রবর্তী, অনুপম রায়রা। অন্যদিকে বাংলাদেশ থেকে রুনা লায়লা, আলমগীর, মমতাজ, আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধনরাও এদিন উপস্থিত ছিলেন। বাংলাদেশি তারকাদের মধ্যে আলমগীর এবং রুনা লায়লাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।