Shah Rukh Khan Mannat Price : মুম্বাইতে সাধারণ মানুষের জন্য দর্শনীয় স্থান অনেক রয়েছে। অনেক প্রাচীন স্থাপত্যের পাশাপাশি এখানে রয়েছে বলিউড (Bollywood) বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) -র রাজপ্রাসাদ মন্নত (Mannat)। যে বাড়ির ভেতরটা কেমন বাইরে থেকে তা বোঝার উপায় নেই। রংচটা স্যাঁতসেতে দেওয়ালে ঘেরা মন্নতের শুধুমাত্র বাইরেরটুকু দেখার জন্য প্রতিদিন অগুন্তি মানুষের ভিড় হয়। শাহরুখ খানের বাড়ি বলে কথা, এর বর্তমান মূল্য চমকে দেবে।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় শাহরুখ খানের এই স্বপ্নের রাজপ্রাসাদের মূল্য আকাশছোঁয়া। এই বাড়িতেই শাহরুখ তার গোটা পরিবার নিয়ে থাকেন। স্ত্রী গৌরী খান, তিন সন্তান সুহানা খান, আরিয়ান খান এবং আব্রাম খান ও দিদি লালারুখ খানকে নিয়ে মন্নতে থাকেন বলিউডের বাদশা। বাড়িটি তিনি কিনেছিলেন আজ থেকে প্রায় ৩০ বছর আগে।
৩০ বছর আগে যখন কেনা হয়েছিল মন্নত তখন এর দাম কত ছিল জানেন? আসলে এই বাড়িটি শাহরুখের কাছে অমূল্য। তিনি তার স্ত্রী গৌরীর জন্মদিনে বাড়িটি তাকে উপহার দিয়েছিলেন। কিন্তু তখনকার সময়ে এমন একখানা বাড়ি কেনার সামর্থ্য শাহরুখের ছিল না। ৯০ এর দশকেও তখনকার বাজার দর অনুসারে মন্নতের দাম ছিল আকাশছোঁয়া।
শাহরুখ এবং গৌরীকে যারা খুব কাছ থেকে দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন প্রখ্যাত ডিজাইনার তথা প্রযোজক শাবিনা খান। তার লেখা থেকে জানা যায় মুম্বাইতে আসার পর শাহরুখ এবং গৌরী কয়েক সপ্তাহ আজিজ মির্জার বাড়ির একটি বেডরুমে থাকতেন। এরপর শাহরুখ মাউন্ট মেরিতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। ছোট্ট এই বাড়িতে সমস্ত কাজ গৌরী একাই করতেন।
তবে গৌরীর জন্মদিনে শাহরুখ তাকে একটি বড় বাড়ি উপহার দেওয়ার পরিকল্পনা করেন। সেই মত তিনি মন্নত কেনার সিদ্ধান্ত নেন। তখন তার কাছে সঞ্চয় বলতে ছিল কেবল ২ কোটি টাকা। বাড়ি কেনার জন্য তার প্রয়োজন ছিল ৩০ কোটি টাকা। বাকি টাকাটা তাকে লোন করে তুলতে হয়েছিল। এরপর তার DDLJ ছবিটি মুক্তি পায়। এই ছবির সাফল্য এবং শাহরুখের কঠোর পরিশ্রমে তিনি ৪ বছরের মধ্যেই লোন শোধ করে ফেলতে পেরেছিলেন।
আরও পড়ুন : শাহরুখের হাত ধরে কেরিয়ার শুরু, তারপর কোথায় হারিয়ে গেলেন ‘স্বদেশ’ ছবির নায়িকা?
বাড়িটি কেনার পর সাজানোর জন্য কোনও ইন্টেরিয়র ডিজাইনারের সাহায্য নেওয়ার মত সামর্থ্য তখন শাহরুখের ছিল না। বাড়ি সাজানোর ভার নেন গৌরী খান। আজ শাহরুখ এবং গৌরীর শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও একাধিক বাড়ি রয়েছে। মন্নতের মতই দুবাইতে রয়েছে তার জান্নাত বাড়িটি।
আরও পড়ুন : মা হিন্দু, বাবা মুসলিম, কোন ধর্ম মেনে চলেন শাহরুখের ছেলেমেয়েরা?