কেন মাধুরীকে বয়কট করেছিলেন অমিতাভ বচ্চন? ফাঁস হল বলিউডের চাঞ্চল্যকর সিক্রেট

এই একটি মাত্র কারণে মাধুরীর সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অমিতাভ, উঠে এল চাঞ্চল্যকর কারণ

Riya Chatterjee

Published on:

বলিউড (Bollywood) তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), দুজনেই বেশ জনপ্রিয়। ৯০ এর দশকে ইন্ডাস্ট্রিতে দুজনেই ছিলেন সেরা নায়ক এবং নায়িকা। মাধুরী বলতে গেলে তার সমকালীন সময়ের সব তারকা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ব্যতিক্রম শুধু অমিতাভ বচ্চন। কেন কখনও পর্দায় অমিতাভ এবং মাধুরীর জুটি দেখা যায়নি জানেন?

মাধুরী যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন অমিতাভ ততদিনে একজন সুপারস্টার। মাধুরীর মত উঠতি নায়িকারা সেই সময় অমিতাভের সঙ্গে একটি ছবি করার অপেক্ষায় দিন গুনতেন। অন্যান্য নায়িকাদের কাছে অমিতাভের সঙ্গে অভিনয় করার সুযোগ ছিল ভাগ্যের ব্যাপার। কিন্তু মাধুরী প্রস্তাব পেয়েও সেই সুযোগ হারিয়েছেন বহুবার।

MADHURI DIXIT

আসলে ইচ্ছাকৃতভাবেই অমিতাভের সঙ্গে ছবি করতে চাইতেন না মাধুরী। এর নেপথ্যে একটা বড় কারণ ছিলেন অনিল কাপুর (Anil Kapoor)। আসলে সেই সময় অনিল এবং মাধুরীর জুটির অনেক জনপ্রিয়তা ছিল। তারা বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। আবার ব্যক্তিগতভাবেও তাদের সম্পর্কটা ছিল খুব ভাল।

কাজের পাশাপাশি অনিল এবং মাধুরীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও অনেক আলোচনা হত তখন। মাধুরীকে নিয়ে বেশি পজেসিভ হয়ে পড়েছিলেন অনিল। তিনি চাইতেন না আর কোনও অভিনেতার সঙ্গে মাধুরী কাজ করুন। তখন আবার অমিতাভ এবং অনিলের মধ্যেও জোরদার লড়াই ছিল। বিশেষ করে অমিতাভের সঙ্গে মাধুরী কাজ করুন তাই এমনটা চাইতেন না অনিল।

AMITABH AND MADHURI

সেই সময় মাধুরীর কাছেও কিন্তু অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অনেক সুযোগ এসেছিল। কিন্তু অনিলের পরামর্শ নিয়ে তিনি ছবির প্রস্তাব ফিরিয়ে দিতেন। এরপর অনিল কাপুরের একের পর এক সিনেমা ফ্লপ হতে শুরু করে। মাধুরীও তখন অমিতাভের সঙ্গে কাজ করার সুযোগ খুঁজতে থাকেন। ১৯৮৮ সালে টিনু আনন্দের একটি ছবিতে তিনি সেই সুযোগ পেয়েও যান।

ছবির শুটিং শুরু হয়ে যাওয়ার ৫ দিন পর মাধুরীর মনে হতে থাকে অমিতাভের তুলনায় তার চরিত্রটি এখানে বেশ দুর্বল। সেই কারণে তিনি ছবিটি হঠাৎ করে ছেড়ে দেন। এতে মাধুরীর উপর চরম বিরক্ত হয়েছিলেন অমিতাভ। তিনি টিনু আনন্দের থেকে সিনেমাটি কিনে নিয়ে ছবির কাজ একেবারেই বন্ধ করে দেন।

AMITABH AND MADHURI

আরও পড়ুন : এই ক্রিকেটারের প্রেমে সব ছাড়তে রাজি ছিলেন মাধুরী দীক্ষিত, তবু ভেঙে যায় সম্পর্ক

সেই সঙ্গে অমিতাভ ঠিক করে নেন আর কখনও মাধুরীর সঙ্গে কাজ করবেন না। ১৯৯৮ সালে অমিতাভের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে অবশ্য ‘পেয়ার কা রস যারা চাখনা’ গানে মাধুরীর দেখা মিলেছিল। কিন্তু এরপর আর কখনও মাধুরী ও অমিতাভকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

আরও পড়ুন : অন্তরঙ্গ মুহূর্তে হয়ে যায় চরম ভুল, এই অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠতার পর কেঁদে ভাসিয়েছিলেন মাধুরী