OTT করে দিয়েছে বড়লোক, ওয়েব দুনিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে জানেন?

বলিউডে পাননি যোগ্য সম্মান, ওয়েব সিরিজে এই সুপারস্টারদের পারিশ্রমিক আকাশছোঁয়া

সেই করোনার সময় থেকেই গৃহবন্দী মানুষের কাছে নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম (Amazon Prime) -এর মত ওটিটি (OTT) প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে। আর এই ওটিটির যুগ চালু হওয়ার পর থেকে অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন বহু অভিনেতা এবং অভিনেত্রী। বলিউডে সুযোগ না পেলেও ওটিটি তাদের যোগ্য সম্মান ও মোটা পারিশ্রমিক দিচ্ছে। এক নজরে দেখে নিন সেই তারকাদের তালিকা (Highest paid actors)

প্রতীক গান্ধী (Pratik Gandhi) : স্ক্যাম ১৯৯২ ওয়েব সিরিজ দিয়ে শুরু হয়েছিল প্রতীক গান্ধীর পথ চলা। এই ওয়েব সিরিজে অভিনয় করার জন্য তিনি বেশ মোটা অংকের পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানা যায়। হর্ষদ মেহতার চরিত্রের জন্য পর্ব পিছু তিনি ৫ লক্ষ টাকা করে নিতেন।

SAMANTHA PRABHU

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) : দক্ষিণের সিনেমার এই অভিনেত্রী মনোজ বাজপেয়ীর দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের হাত ধরে ওটিটিতে পা রাখেন। রাজি নামের এক সন্ত্রাসবাদি মেয়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন তিনি। এই চরিত্রের জন্য তিনি ৪ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

আলি ফজল (Ali Fazal) : মির্জাপুর ওয়েব সিরিজে গুড্ডু ভাইয়া চরিত্রের অভিনয় করেন আলি। এই ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আলি তার চরিত্রের জন্য এখন ওটিটি মাধ্যমের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়ে গিয়েছেন। তিনি প্রতি পর্বের জন্য ১২ লক্ষ টাকা করে নিতেন।

Radhika Apte

রাধিকা আপ্তে (Radhika Apte) : সেক্রেড গেমস নামের ওয়েব সিরিজের অভিনয় করার পর রাধিকাও এখন ওটিটি দুনিয়ার চেনা মুখ হয়ে উঠেছেন। একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সেক্রেড গেমসের স্পেশাল এজেন্টের চরিত্রের জন্য তিনি ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

নওয়াজউদ্দিন সিদ্দিকী  (Nawazuddin Siddiqui) : বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজের মাধ্যমেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন নওয়াজ। তিনিও সেক্রেড গেমস নামের ওয়েব সিরিজের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য তিনি ১০ কোটি টাকা নিয়েছিলেন।

PANKAJ TRIPATHI

পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) : ওয়েব সিরিজের পাশাপাশি বলিউডের একজন সেরা অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠি। মির্জাপুরের প্রথম সিজনের জন্য তিনি ১০ কোটি টাকা নিয়েছিলেন। সেক্রেড গেমসের দ্বিতীয় সিজনের জন্য নিয়েছিলেন ১২ কোটি টাকা।

মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) : বলিউডে সেভাবে জনপ্রিয়তা না পেলেও মনোজ বাজপেয়ী ওয়েব দুনিয়ার একজন সুপারস্টার হয়ে উঠেছেন এখন। দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনের জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

Jitendra Kumar

জীতেন্দ্র কুমার (Jitendra Kumar) : প্রধানত ওয়েব সিরিজ দিয়েই অভিনয় দুনিয়াতে পা রাখেন জিতেন্দ্র। তার মধ্যে পঞ্চায়েত তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য তিনি পর্ব পিছু ৪ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে শোনা যায়। এখন তার সম্পত্তির পরিমাণ ৭ কোটি টাকা।

সুনীল গ্রোভার (Sunil Grover) : কমেডিয়ান হিসেবে দারুণ জনপ্রিয়তা রয়েছে সুনীল গ্রোভারের। তিনি যে কত বড় মাপের অভিনেতা তা কপিল শর্মা শো থেকে শুরু করে বেশ কিছু সিনেমা এবং সিরিজে প্রমাণ মিলেছে। তান্ডব সিরিজের জন্য এপিসোড পিছু তিনি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন।

SAIF ALI KHAN

আরও পড়ুন : OTT পলিটিক্সে নষ্ট কেরিয়ার, নওয়াজের আর কোনও ছবিই মুক্তি পাবে না ওটিটিতে

সইফ আলি খান (Saif Ali Khan) : ওটিটি মাধ্যমের আরেক জনপ্রিয় অভিনেতা হলেন সেইফ। তিনি সেক্রেড গেম ওয়েব সিরিজ দিয়ে ওয়েব দুনিয়াতে পা রাখেন। সেইফ এই সিরিজের জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। ওটিটি মাধ্যমে তার থেকে বেশি পারিশ্রমিক এ পর্যন্ত আর কেউ পাননি।

আরও পড়ুন : সেক্স-রোমান্স থেকে থ্রিলার-সাসপেন্সে ভরপুর, এপ্রিল মাসে OTTতে আসছে এই ৬ ওয়েব সিরিজ