বলিউডের এই ১৫ সিনেমা ঝড় তুলেছে হলিউডেও, বিশ্বমঞ্চে উজ্বল করেছে ভারতের নাম

বর্তমানে ছবি দুনিয়াতে সাফল্যের চূড়ায় পৌঁছেছে ভারতীয় সিনেমা। বলিউড এবং সাউথ ইন্ডিয়ান ছবির উপর ভর করে দিনে দিনে বাড়ছে ভারতীয় সিনেমার (Indian Movie) খ্যাতি। বলতে গেলে হলিউডকে টেক্কা দিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারে ভারত। ভারতের একাধিক সিনেমা সারা বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করছে। এই তালিকায় রয়েছে উল্লেখযোগ্য ১৫টি সিনেমার নাম। এক নজরে দেখে নিন এই সিনেমা (Indian Cinema Wins Over World Box Office) কোনগুলো।

দঙ্গল (Dangal) : ইদানিং যতই দক্ষিণী সিনেমার দাপট চলুক না কেন, বলিউডের এই ছবিটি বিশ্বের বক্স-অফিসে প্রথম স্থান দখল করে রয়েছে। আমির খান অভিনীত এই ছবিটি গোটা বিশ্বে প্রায় ২,০২৪ কোটি টাকার ব্যবসা করেছিল। চীনে ৩৪টি অন্যান্য দেশের যে সিনেমা দেখানো হয় তার মধ্যে ‘দঙ্গল’ অন্যতম।

বাহুবলী ২, দ্য কনক্লুশন (Bahubali 2 The Conclusion) : দক্ষিণের এই ছবিটি বিশ্বের বক্সঅফিসে রেকর্ড ব্যবসা করেছিল। সারা বিশ্বে প্রায় ১,৮১০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। এই ছবিটি দ্বিতীয় স্থান অধিকার করেছিল। অ্যাকশন এবং ড্রামার মিশেলে এই ছবি বিভিন্ন দেশের আঞ্চলিক ভাষায় ডাবিং করা হয়েছিল।

আর আর আর (RRR) : বক্সঅফিসের সেরা তিনটি সিনেমার মধ্যে অন্যতম হলো তেলেগু সিনেমা আর আর আর। এই বছর মুক্তি প্রাপ্ত এই সিনেমাটি বক্সঅফিসে মোট ১,১২০ কোটি টাকা উপার্জন করে ফেলেছে।

SS Rajamouli's RRR rises to Rs. 1000 crores worldwide and Rs. 800 crores in India

কেজিএফ চ্যাপটার ২ (KGF Chapter 2) : দক্ষিণের এই ছবিটি মুক্তি পাওয়ার পরপরই সারা বিশ্বে তোলপাড় হয়। বক্সঅফিসে চতুর্থ স্থান দখল করে রয়েছে ছবিটি। এই ছবি প্রথম অধ্যায় প্রকাশের পর অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শকরা। বর্তমানে তারা ছবি তৃতীয় সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছেন। ভারতের বক্স অফিসে ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।

বজরঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan) : সালমান খান অভিনীত এই ছবিটি বিশ্বের বক্স অফিসে ৯১০ কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিটি এই মুহূর্তে রয়েছে পঞ্চম স্থানে।

সিক্রেট সুপারস্টার (Secret Superstar) : আমির খান অভিনীত এই ছবিটিও বক্সঅফিসের সাফল্যের নিরিখে প্রশংসার দাবি রাখে। ছবিটি সারাবিশ্বে বক্সঅফিসে রেকর্ড করার নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছে। এই ছবি থেকে সর্বমোট উপার্জন হয়েছিল ৮৫৮ কোটি টাকা।

পিকে (PK): অনুষ্কা শর্মা এবং আমির খান অভিনীত এই ছবিটি সারাবিশ্বের বক্সঅফিসের রেকর্ড উপার্জনের নিরিখে সপ্তম স্থান দখল করে রয়েছে। এই ছবিটিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। ছবিটি বক্স-অফিসে থেকে ৭৪৩ কোটি টাকা উপার্জন করেছিল।

aamir-khan-in-pk-peekay_1414055515170

২.০ (2.0) : অক্ষয় কুমার, ঐশ্বর্য রাই বচ্চন এবং রজনীকান্ত অভিনীত এই ছবিটিও বক্সঅফিসে দুর্দান্ত সাড়া ফেলে। অ্যাকশনে ভরপুর এই ছবিটি ৬৪৮ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল।

সঞ্জু (Sanju) : সঞ্জয় দত্তের আত্মজীবনী মূলক এই বলিউড ছবির জায়গা রয়েছে নবম স্থানে। রণবীর কাপুর অভিনীত ছবিটি বিশ্বের বক্স অফিস থেকে ৫৮৫ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল।

Sanju Film Poster

সুলতান (Sultaan) : সালমান খান অভিনীত সুলতানও এই তালিকায় রয়েছে। ছবিটি দশম স্থান দখল করে রয়েছে। বক্সঅফিসে ছবিটি থেকে মোট উপার্জন হয়েছিল ৫৮৪ কোটি টাকা।

টাইগার জিন্দা হ্যায় (Tiger Zinda Hai) : সালমান খান ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিটিও এই তালিকায় জায়গা দখল করেছে। ছবিটি বক্স অফিসে ৫৬১ কোটি টাকা উপার্জন করে একাদশ স্থান দখল করেছে।

পদ্মাবত (Padmaavat) : দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর এবং রণবীর সিংহ অভিনীত এই ছবিটি রয়েছে দ্বাদশ স্থানে। ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবিটি ৫৪০ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল।

ধুম ৩ (Dhoom 3) : আমির খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিটিও বক্স অফিস কালেকশনের নিরিখে তালিকায় জায়গা করে নিয়েছে। ৫২৯.৯৭ কোটি টাকা তুলে ত্রয়োদশ স্থানে রয়েছে এই ছবিটি।

ওয়ার (War) : হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত এই ছবিটিও আন্তর্জাতিক সিনেমাহলে শোরগোল তুলেছিল। ছবিটি থেকে মোট ৪৫১ কোটি টাকা উপার্জন হয়েছিল।

সাহো (Sahoo) : প্রভাস অভিনীত এই ছবিটি পঞ্চদশ স্থানে রয়েছে। ছবিটি বক্স অফিস থেকে মোট ৪৩২ কোটি টাকা উপার্জন করে।