এই একটি কারণেই কিশোর কুমারের সঙ্গে গান গাওয়া বন্ধ করেছিলেন লতা মঙ্গেশকর

কিশোর কুমার (Kishore Kumar) এবং লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) জুটির গাওয়া গান মানে সেই গান তো কালজয়ী হবেই, সঙ্গে ছবি কিংবা অ্যালবামও হয়েছে সুপারহিট। আশির দশকে কিশোরকুমারের মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। লতা মঙ্গেশকরের মৃত্যুতে আরও এক রত্ন হারাল ভারত। তবে কিশোর কুমারের মৃত্যু অনেক আগেই লতা এবং কিশোর কুমারের জুটি ভেঙে গিয়েছিল। লতা নিজেই এই জুটি ভেঙেছিলেন। কেন? জানা গেল তার কারণ।

ভারতীয় সংগীতের ইতিহাসে কালজয়ী জুটি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে কিশোরকুমার এবং লতা মঙ্গেশকর জুটি। শুধু দেশের গণ্ডির মধ্যে নয়, দেশের বাইরে বিদেশেও এই জুটির ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই জুটির জনপ্রিয়তা আজও অটুট। তবে বাস্তবে কিন্তু তাদের সম্পর্কটা ছিল কিছুটা অদ্ভুত। সম্পর্কের শুরুটাও হয়েছিল বেশ অদ্ভুতভাবেই। তাদের প্রথম আলাপ হয়েছিল গান রেকর্ডিং করার স্টুডিওতে। সেদিন কিশোর কুমারকে কিছুটা ভুল বুঝেছিলেন লতা।

Here is Why Lata Mangeshkar Refused to work with Kishore Kumar

প্রথমবার কিশোর কুমারকে লতা যখন দেখেন তখন তিনি তার পেছনে পেছনে আসছিলেন। যা দেখে লতার মনে হয়েছিল তাকে কিশোর কুমার ‘অনুসরণ’ করছেন। এমনকি সংগীত পরিচালক ক্ষেমচন্দ প্রকাশকে তিনি কিশোর কুমারের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন। পরে অবশ্য সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে যায়। সেই দিনই নিজেদের জীবনের প্রথম ডুয়েট গানটি গেয়েছিলেন কিশোর এবং লতা। এভাবেই শুরু হয়েছিল সম্পর্ক। তবে পরবর্তী দিনে কিন্তু কিশোর কুমার আজীবন রাখির দিনে লতার বাড়িতে হাজির হতেন। তাদের মধ্যে সম্পর্কটা ছিল এতটাই মজবুত।

তবে এত মজবুত সম্পর্ক থাকা সত্ত্বেও একসময় কিশোর কুমারের সঙ্গে আর গান না গাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন লতা। লতা একা নন, আশা ভোঁসলেও পরবর্তী দিনে আর কিশোর কুমারের সঙ্গে গান গাইতেন না। এই নিয়ে শ্রোতাদের মধ্যেও অনেক জল্পনা রয়েছে। পরবর্তী দিনে ভক্তদের সব অভিযোগ এবং প্রশ্নের জবাব দিয়েছিলেন বিখ্যাত গীতিকার সমীর অঞ্জন। দ্য কপিল শর্মা শো’তে উপস্থিত হয়ে তিনি সংগীতের দুনিয়ার দুই তারকার সম্পর্কে এক নতুন দিক তুলে ধরেন।

Here is Why Lata Mangeshkar Refused to work with Kishore Kumar

বলিউড গীতিকারের কথায়, “লতাজি নিজে আমাকে একবার বলেছিলেন যে একটা সময়ের পর তিনি কিশোর কুমারের সঙ্গে ডুয়েট গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। বলেছিলেন গান রেকর্ডিংয়ের আগে কিশোরদা এত গল্প-আড্ডা মারতেন যে তাতে না যোগ দিয়ে থাকতে পারতেন না লতাজি। কথার সঙ্গে ভাগ হতো হাসাহাসিও।

আরও পড়ুন :- লতার গলা এক বিস্ময়! কীভাবে ৯২ বছরেও সুরেলা ছিলেন তিনি, বিজ্ঞান কি বলছে

শেষমেশ রেকর্ডিংয়ের সময় দেখা যেত লতাজির গলা ব্যাথা করছে কিংবা ক্লান্ত বোধ করছেন তিনি। অন্যদিকে দিব্যি হাসতে, হাসতে নিজের গানের রেকর্ডিং সেরে বেরিয়ে যেতেন কিশোরদা। এই দেখে একটা সময়ের পর লতা মঙ্গেশকর ঠিক করলেন আর কিশোরের সঙ্গে গাইবেন না তিনি।” তাই লতা কিশোর কুমারকে উদ্দেশ্য করে বলেছিলেন, “ওঁকে একাই গাইতে দাও। আমি আর গান গাইব না ওঁর সঙ্গে”!

আরও পড়ুন :- কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর, কে হবে এই সম্পত্তির মালিক