আসছে নতুন দক্ষিণী সিনেমা, মুক্তির আগেই উঠে গেল টাকা! মাথায় হাত বলিউডের

দক্ষিণ সিনেমার (South Indian Film) জয়জয়কারের মাঝে কোণঠাসা হয়ে পড়ছে বলিউড (Bollywood)। ভারতের দক্ষিণী সিনেমাগুলি হলিউডকেও টেক্কা দিতে পারে। এই ট্রেন্ড শুরু করেছিল বাহুবলী। গোটা বিশ্ব জুড়ে হাজার কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছিল। অল্লু অর্জুনের পুষ্পার কাছেও হার মেনেছে বলিউড। এবার বক্স অফিস তোলপাড় করতে আসছে প্রভাস (Prabhas) এবং পূজা হেগড়ের (Pooja Hegde) ‘রাধেশ্যাম’ (Radhe Shyam)! এই ছবি মুক্তির আগেই বলিউডের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। মুক্তির আগেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি।

করোনার কারণে মুক্তির দিন গিয়েছে পিছিয়ে। তবে তাতেও কামাল করে দেখিয়েছে প্রভাস-পূজার প্রেম কাহিনী। ১৪ই জানুয়ারি প্রাথমিকভাবে ছবি মুক্তির কথা ছিল। তবে একদিকে করোনা অপর দিকে এস এস রাজামৌলির পরিচালনায় রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট এবং অজয় দেবগণের ‘আর আর আর’ এর জন্য পিছিয়ে আসতে বাধ্য হয় ‘রাধেশ্যাম’। মুক্তির দিন পিছিয়ে যাওয়াতে ক্ষতির আশঙ্কা করেছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার। তবে বর্তমানে করোনা পরিস্থিতি আন্দাজ করে আগামী ১১ই মার্চ ছবি মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে।

শুরুতেই ২৫০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে ছবিটি। ছবির টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করেই মিলেছে এই সাফল্য। যদিও সম্প্রতি শোনা গিয়েছিল যে কোনও এক ওটিটি সংস্থা ‘রাধে শ্যাম’ এর জন্য ৪০০ কোটি টাকাও দিতে চেয়েছিল! যদিও এই তথ্যের বাস্তবতা নিশ্চিত করেননি প্রযোজকরা। ‘রাধেশ্যাম’ টিমের সূত্রে খবর, ‘বাহুবলী’ অভিনেতা প্রভাসের ইমেজের উপর ভরসা করে ছবিটি আগে পর্দায় মুক্তি চাইছেন নির্মাতারা।

বলিউড সূত্রে খবর, এই প্রেম কাহিনীমূলক বিগ বাজেটের ছবির জন্য ‘বাহুবলী’ অভিনেতা নাকি প্রযোজকদের কাছে ১০০ কোটি টাকা দাবি করেছেন! তাছাড়া পর্দার মুনাফা থেকে লভ্যাংশও দাবি করেছেন তিনি। যদি অভিনেতা কিংবা ছবি নির্মাতাদের মধ্যে কেউ এই খবর নিশ্চিত করেননি। উল্লেখ্য, গত ৩১শে ডিসেম্বর শাহিদ কাপুরের ‘জার্সি’ এবং জানুয়ারি মাসের শুরুতে ‘আর আর আর’ মুক্তির দিন পিছিয়ে যায়। ফলে নতুন বছরের শুরুটাই হয়েছিল ক্ষতির সম্মুখীন হয়ে।

প্রভাসের ‘রাধেশ্যাম’ এবং অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। যার ফলে নতুন বছরের শুরুতেই বলিউডের প্রায় দেড় হাজার কোটি টাকার লোকসান হয়েছে। তবে আশার আলো দেখতে পাচ্ছেন ছবি নির্মাতারা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তাছাড়া ‘পুষ্পা’র সাফল্য বিবেচনা করেও আশায় বুক বাঁধছেন তারা। এবার ধীরে ধীরে সমস্ত ছবি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।