ভারতের সবথেকে জঘন্য সিরিয়াল কোনটি? প্রকাশ্যে এল সমীক্ষার ফলাফল

Worst Indian TV show : বাংলা, হিন্দি এবং দেশের অন্যান্য আঞ্চলিক ভাষাতে অসংখ্য সিরিয়াল তৈরি হয়েছে এবং এখনও হচ্ছে ভারতবর্ষে। সব ভাষার মধ্যে হিন্দি সিরিয়ালের আলাদাই জনপ্রিয়তা রয়েছে দেশজুড়ে। তবে জানেন কি দেশের সবথেকে জঘন্য সিরিয়াল (Worst Serial In India) কোনটি? না বাংলা নয়, দেশের সবথেকে জঘন্য সিরিয়ালটিও একটি হিন্দি সিরিয়ালই বটে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সিরিয়ালের নাম।

সম্প্রতি আইএমডিবির রিপোর্ট অনুসারে ভারতীয় টেলিভিশন নিয়ে উঠে এসেছে একটি তথ্য। দ্য ইন্টারনেট মুভি ডাটাবেস বা আইএমডিবি (IMDB) সাধারণত সব সিনেমা, ওয়েব সিরিজ এবং সিরিয়ালকে জনপ্রিয়তার বিচারে রেটিং দেয়। আর সেখান থেকেই জানা গিয়েছে ভারতবর্ষের সবথেকে জঘন্য সিরিয়ালটি হল ‘হ্যালো ফ্রেন্ডস’ (Hello Friends)। ৯০ এর দশকের এই কমেডি ঘরানার সিরিয়ালটিকেই জনপ্রিয়তার তালিকায় সব থেকে নিচে রাখা হয়েছে। কেন জানেন?

HELLO FRIENDS

সাধারণত ৯০ এর দশকের বেশিরভাগ হিন্দি সিরিয়ালের গল্প ছিল পরিবারমূলক। সেখানে যৌথ পরিবার, শাশুড়ি-বৌমার কলহ, গার্হস্থ্য হিংসা, একাধিক বিয়ে, পরকীয়ার মত জিনিস দেখানো হত। পরবর্তীকালে সিরিয়ালের এমন বিষয়বস্তু নিয়ে অনেক প্রতিবাদ, ট্রোলিং, মিম হয়েছে। ‘হ্যালো ফ্রেন্ডসে’র বিষয়বস্তু কিন্তু এরকম বিতর্কিত ছিল না। তবুও সিরিয়ালটিকে পছন্দ করেননি দর্শকরা। কারণ এই সিরিয়ালটি আসলে ছিল হুবহু কপি সিরিয়াল।

৯০ এর দশকে আমেরিকার ‘ফ্রেন্ডস’ নামের একটি টেলিভিশন শো ওই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বিদেশি সিরিয়ালের এমন সাফল্য দেখে হিন্দির পরিচালক অজিত পাল তারই রিমেক বানাতে উদ্যত হন। সেই মত ‘হ্যালো ফ্রেন্ডসে’র সম্প্রচার শুরু হয় ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু মাত্র ২৬ টা এপিসোড এগোনোর পর সিরিয়ালটিকে বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা।

HELLO FRIENDS

আরও পড়ুন : কেন দিন দিন কমছে ‘কার কাছে কই মনের কথা’র TRP?

আসলে হিন্দির এই সিরিয়াল আসল ‘ফ্রেন্ডস’ সিরিয়ালের প্রত্যেকটি সিন হুবহু কপি করে বানানো হয়েছিল। যা ভালোভাবে নেননি ভারতের দর্শকরা। তাই যেখানে আসল সিরিয়ালটি চার বছর পর্যন্ত চলেছিল, সেখানে ‘হ্যালো ফ্রেন্ডস’ এর মেয়াদ ছিল মাত্র ২৬টা এপিসোড। এই সিরিয়ালটিকে আইএমডিবির বিচারে ভারতের সবথেকে জঘন্য সিরিয়াল বলে ধরা হয়। যার রেটিং মাত্র ১।

HELLO FRIENDS

আরও পড়ুন : সিরিয়ালের TRP আসলে কি? কীভাবে সিরিয়ালের টিআরপি মাপা হয়?

তবে হ্যালো ফ্রেন্ডস একা শুধু নয়, এই তালিকাতে আরও বেশ কিছু ভারতীয় সিরিয়ালের নাম রয়েছে। যেমন শ্বশুরাল সিমর কা ১.১, কিউ কি সাস ভি কাভি বহু থি ১.৬, বিগ বস ওটিটি ২, কুন্ডলী ভাগ্য ২.১, সাথ নিভানা সাথিয়া ২.২, কাহিনী ঘর ঘর কি ২.২, ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে ২.৩।