কেন দিন দিন কমছে ‘কার কাছে কই মনের কথা’র TRP? কেন সিরিয়াল দেখছে না কেউ?

কেন কেউ দেখছে না ‘কার কাছে কই মনের কথা’? কেন দিন দিন কমছে TRP?

জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha) সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে টিআরপি তালিকাতে জায়গা দখল করে নিচ্ছিল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেরা ৫ এর মধ্যে ঢুকে পড়ে এই সিরিয়াল। মা-ছেলের ফুলশয্যা, স্ত্রীর উপর স্বামীর অত্যাচার, শ্বশুরবাড়িতে মেয়েদের উপর চিরাচরিত অত্যাচারের গল্প বেশ ভালই টিআরপি আনছিল। কিন্তু হঠাৎই যেন তাল কাটলো। বিগত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে ‘কার কাছে কই মনের কথা’র প্রতি যেন আগ্রহ হারিয়ে ফেলছেন দর্শকরা। এখনো অবশ্য সেরা দশের মধ্যেই রয়েছে এই সিরিয়াল।

এদিকে স্টার জলসাতে ‘গীতা এলএলবি’ শুরু হতেই শিমুলের প্রতি দর্শকদের আগ্রহ অনেকটাই কমে এসেছে। যদিও সিরিয়ালের গল্পে নতুন নতুন ধামাকা আসছে বটে, কিন্তু দর্শকদের মতে ‘গীতা এলএলবি’তে যেমন টানটান উত্তেজনাময় পর্ব চলছে তার কাছে ফিকে সেসব। গত সপ্তাহেই গীতার কাছে স্লট হারিয়েছে ‘কার কাছে কই মনের কথা’। দর্শকদের মধ্যে থেকে একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘‘কার কাছে কই’ মনের কথা নিঃসন্দেহে অসাধারণ হচ্ছে। কিন্তু এগুলো যদি আরও আগে দেখানো হত তাহলে এইভাবে স্লটটা হারাতে হত না। সামনের সপ্তাহই শেষ ভরসা।স্লট না পেলেও যদি টিআরপিতে ৭+ পায় আমার মনে হয় এটা পজেটিভ ভাইভ।”

Kar Kachhe Koi Moner Kotha

আরও পড়ুন : কেন কমে যাচ্ছে অনুরাগের ছোঁয়ার টিআরপি? কেন সিরিয়াল দেখছে না কেউ?

তিনি আরও লিখেছেন, “আবার সেই ঘ্যানর ঘ্যানর শুরু করলে আর উঠতে পারবে না। যিনি ডিরেকশান দিচ্ছে তাকে এক্ষুনি বদল করা হোক। এর আগে লালকুঠি, এক্কা দোক্কাকে ডুবিয়ে তার শান্তি হয়নি। যিনি গল্প লিখছে তার কি হাতে ব্যাথ্যা হয় না?এত রচনার মত সংলাপ কমিয়ে, ঘরের মধ্যে বসে আলাপচারিতা কমিয়ে একটু রাস্তাঘাটে বের হওয়া দেখানো হোক।’’ এদিকে সেই দর্শকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আরেকজন মন্তব্য করেছেন, “রাস্তায় বের হলেও সমস্যা। হাঁটতে হাঁটতে এক এপিসোড কভার। শুরুতে যে ভয়েডগুলো তৈরি করে সর্বনাশ করেছে সেগুলো ফিল করে জোরে টান দিতে হবে। যেখানে প্রোমো দেওয়া উচিত ধুন্দুমার সেখানে স্লো বার্নিং প্রোমো এখন আর চলবে না। কমপেক্ট হলেও চলবে না। বুঝে এবার পা ফেলুন।

Kar Kachhe Koi Moner Kotha

আরও পড়ুন : দর্শকের বিচারে স্টার জলসার সেরা সিরিয়াল কোনটি?

মনের কথাকে আগে বেশি গুরুত্ব দেওয়া উচিত অর্গ্যানিকের। ইক্যুয়াল ইফোর্ট দিয়ে তিনটাকে স্লট তো দূর টিআরপি বাড়াতে পারবে না। আগে একটাকে ঠিক করুক।’’ আরেকজন দর্শক দাবি করেছেন, ‘‘ব্যাক টু ব্যাক ধামাকা আনুক। ধামাকা প্রোমো আর টানটান এপিসোড রাখুক। একটা এপিসোডও বকর বকর করে যেন না কাটায়। স্লট জয়ের যুদ্ধে বিরামহীন হতে হবে। সবচেয়ে জরুরী এপিসোড খরগোশের গতিতে এগিয়ে নিতে হবে। শতদ্রুকে সরিয়ে পরাগকে ভাল করুক।পরাগ শিমুলকে মেনে নিচ্ছে এবং শিমুলের হয়ে ফাইট করছে এরকম কিছুই একমাত্র মনের কথাকে উদ্ধার করতে পারবে। প্রিয়া, প্রতীক্ষা, পলাশ এরা ভিলেন থাকুক। পুতুল বিপদে পড়েছে কিংবা শিমুল মহাসংকটে এগুলো দ্রুত দেখাক।’’