৪৭ এই মর্মান্তিক মৃত্যু, ‘গদর ২’তে দেখা যাবে না তারা সিংয়ের বন্ধুকে

‘গদর ২ : দ্য কথা কন্টিনিউস’ (Gadar 2 : The Katha Continues) ছবি নিয়ে চর্চা এখন তুঙ্গে। ২২ বছর আগের স্মৃতি উসকে দিয়ে দর্শকদের আবার সিনেমা হলে একটা বড় ধামাকা দিতে চলেছে ব্লকবাস্টার ‘গদর : এক প্রেম কথা’ (Gadar : Ek Prem Katha) ছবির এই সিকুয়্যেল। ছবির কাস্টিংয়ে প্রথম ছবির অনেক তারকাই রয়েছেন। সানি দেওল (Sunny Deol), আমিশা পাটিল (Aisha Patil) এমনকি প্রথম ছবির শিশু অভিনেতা উৎকর্ষ শর্মা (Utkarsh Sharma) -ও রয়েছেন।

কিন্তু এই ছবিতে পুরনো দুই গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখা যাবে না। একজন হলেন ওমরেশ পুরী এবং দ্বিতীয়জন বিবেক শক। প্রথমজন বয়সজনিত কারণে প্রয়াত হয়েছেন অনেক আগেই। আর দ্বিতীয় জনের প্রয়াণ ঘটেছে অকালে। বিবেক শক (Vivek Shauq) গদর ছবিতে তারা সিংয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। তার চরিত্রটিও এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

GADAR VIVEK SHAUQ

বলিউডে কার্যত একজন কৌতুক অভিনেতা হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন বিবেক। হিন্দি ছবির পাশাপাশি তিনি বেশ কিছু হিন্দি ধারাবাহিক এবং পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছিলেন। বলিউডের জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে এতরাজ, ৩৬ চায়না টাউন, কোই মিল গয়া, ট্যাঙ্গো চার্লি, বাহ লাইফ হো তো অ্যায়সি, ক্রেজি ৪ এও অভিনয় করেছেন বিবেক।

কিন্তু ২০১১ সালে মাত্র ৪৭ বছর বয়সে অকালেই প্রয়াণ ঘটে এই অভিনেতার। পরপর তিনবার হার্ট অ্যাটাক হওয়ার কারণে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণটাও ছিল মর্মান্তিক। তার ঘনিষ্ঠমহল সূত্রে খবর অভিনেতা নাকি সবসময় নিজের ওজন নিয়ে চিন্তিত থাকতেন। ওজন কমানোর জন্য শরীর চর্চা এবং বিভিন্ন ওষুধ খেতেন তিনি। কিন্তু সব কিছুতে ব্যর্থ হলে তিনি অস্ত্রপ্রচারের সহায়তা নেন।

VIVEK SHAUQ

২০১১ সালে ঠাণের একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। ২০১১ সালের ১০ই জানুয়ারি তার পরপর তিনবার হার্টঅ্যাটাক হয়। ১১ ই জানুয়ারি তার প্রয়াণ ঘটে। চিকিৎসকরা জানিয়েছিলেন অভিনেতা নাকি ওজন কমানোর জন্য অস্ত্রপ্রচারের আগে রক্ত তরলীকরণের ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এমনকি তিনি লুকিয়ে গিয়েছিলেন তার হার্টে ব্লকেজ রয়েছে।

VIVEK SHAUQ

আরও পড়ুন : ‘গদর ২’ ছবির জন্য কে কত পারিশ্রমিক নিলেন? চমকে দেবে সানি-আমিশাদের পারিশ্রমিকের অংকগুলো

চিকিৎসকেরা জানিয়েছিলেন অস্ত্রপচারের আগে বিবেকের শরীর সংক্রান্ত যে পরীক্ষাগুলি করা হয়েছিল তার রিপোর্ট স্বাভাবিক ছিল। তাই তারাও বিনাদ্বিধায় চিকিৎসা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসা চালানোর সময় আচমকাই তার স্বাস্থ্যের অবনতি হয়। এরপর আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হয়নি বিবেকের।

আরও পড়ুন : এই বাঙালি মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছেন, সানি দেওলের বাঙালি বউমার পরিচয় চমকে দেবে