‘শাহরুখ, সালমান, আমির বলিউডের লেজেন্ড, ওদের বয়কট করার অধিকার নেই কারও’ : একতা কাপুর

সোশ্যাল মিডিয়াতে যেভাবে ‘বয়কট খান’, ‘বয়কট নেপোটিজম’ এমনকি ‘বয়কট বলিউড’ (Boycott Bollywood) এর ট্রেন্ড চলতে শুরু করেছে তাতে কার্যত অশনি সংকেত দেখছে গোটা ইন্ডাস্ট্রি। দর্শকদের রোষানলে শুধু আমির খান (Aamir Khan), সালমান খান (Salman Khan) কিংবা শাহরুখ খান (Shah Rukh Khan) নন, অক্ষয় কুমারের মতো সুপারস্টারের ছবিও বক্স অফিসে ছারখার হয়ে যাচ্ছে। একের পর এক হিন্দি ছবি বয়কট করছেন ভারতীয় দর্শকরা। এতে উদ্বিগ্ন তারকারাও।

বলিউডের বিরুদ্ধে দর্শকদের অভিযোগের লিস্ট অনেক বড়। তাদের দাবি দিনের পর দিন ভারতীয় সংস্কৃতিকে বিকৃত করেছে বলিউড। তার সঙ্গে আগুনের মত ছড়াচ্ছে নেপোটিজমের বিরুদ্ধে জনমত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যা চরম আকার ধারণ করে। ভারতের অপসংস্কৃতি, ড্রাগ বিতর্ক এবং নেপোটিজমের জবাব বলিউড ছবি বয়কট করেই দিচ্ছেন দর্শকরা।

এদিকে বলিউড থেকেও আসছে পাল্টা জবাব। সদ্য যেমন অভিনেতা অর্জুন কাপুর বলিউডের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে গোটা বলিউডকে এক জোট হওয়ার ডাক দিয়েছিলেন। এবার এই বিষয়ে মুখ খুললেন টিভি সিরিয়ালের পরিচালক তথা প্রযোজক একতা কাপুর। তার কথায় শাহরুখ খান, সালমান খান, আমির খানেদের মত লেজেন্ডারি অভিনেতাদের বয়কট করার অধিকারই নেই কারও।

সম্প্রতি একটি চিটচ্যাটে পরিচালক তথা প্রযোজক একতা কাপুর বলেন, “এটি খুব অদ্ভুত যে আমরা সেই সমস্ত লোকদের বয়কট করছি যারা চলচ্চিত্র শিল্পে ব্যবসার সেরাটা দিয়েছেন। ইন্ডাস্ট্রির সমস্ত খান, শাহরুখ খান, সালমান খান, সাইফ আলি খান এবং বিশেষ করে আমির খান হলেন কিংবদন্তি। আমরা তাদের বয়কট করতে পারি না। আমির খানকে কখনো বয়কট করা যায় না, সফট অ্যাম্বাসেডার আমির খানকে বয়কট করা যায় না।”

জিতেন্দ্র কন্যা একতার এই মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে বিতর্ক। কমেন্ট বক্সে একতাকে কার্যত ধুয়ে দিচ্ছেন দর্শকরা। দর্শকদের দাবি, “আপনি বয়কট করতে পারেন না, কিন্তু আমরা পারি।” কারও মন্তব্য, “সাধারণ মানুষ এদের লেজেন্ড তৈরি করেছে। তাই মানুষের পুরো অধিকার রয়েছে নিজেদের পছন্দ বেছে নেওয়ার।” কেউ আবার একতাকে রীতিমত শাঁসিয়ে লিখেছেন, “এবার সময় এসেছে আপনার বস্তা পচা সিরিয়াল বয়কট করার।”

জিতেন্দ্র কাপুরের কন্যা একতার বালাজি মোশন পিকচার্স ‘রাগিনী এমএমএস’, ‘কৃষ্ণা কটেজ’, ‘এক থি ডায়ান’, ‘দা ডার্টি পিকচার’, ‘লুটেরা’র মত‌ ছবি প্রযোজনা করেছে। সেই সঙ্গে হিন্দি টেলিভিশনের কিছু জনপ্রিয় ধারাবাহিক যেমন ‘নাগিন’, ‘কুমকুম ভাগ্য’, ‘কুণ্ডলী ভাগ্য’, ‘কসৌটি জিন্দেগি কে’ ইত্যাদি প্রযোজনা করেছেন একতা।