বলিউডের সব থেকে অশিক্ষিত পরিবার! কাপুর পরিবারের কার শিক্ষাগত যোগ্যতা কত

Educational Qualifications of Kapoor Family : কেউ এইট পাস তো কেউ মাধ্যমিক, কাপুর পরিবারের কার শিক্ষাগত যোগ্যতা কত?

Educational Qualifications of Kapoor Family : বলিউডের নামী পরিবারের নাম বললে অনেক পরিবারেরই নাম বলা যায় কিন্তু কাপুর পরিবারে (Kapoor Family) এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বলিউডের ভিত্তি প্রস্তরের ইতিহাস। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে কারিশমা কাপুর, প্রজন্মের পর প্রজন্ম বলিউডের সাথে এমন ভাবে জড়িত যে এই পরিবারের সদস্য ছাড়া বলিউড একেবারে অসম্পূর্ণ। কিন্তু অভিনয়ের দিক থেকে অন্যদের থেকে এগিয়ে থাকলেও পড়াশোনার দিক থেকে কিন্তু বেশ পিছিয়ে রয়েছেন এই পরিবারের সদস্যরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কাপুর পরিবারের সদস্যদের পারিবারিক শিক্ষাগত যোগ্যতা (Eduactional Qualification) কত।

Prithviraj Kapoor : হিন্দি সিনেমা জগতের অন্যতম একজন কান্ডারী হলেন পৃথ্বীরাজ কাপুর। ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার পেছনে এই মানুষটির অবদান অসামান্য। পৃথ্বীরাজ কাপুর লাইলাপুরের খালসা কলেজ থেকে পড়াশোনা করেছিলেন এবং পরবর্তীকালে পেশোয়ারের এডওয়ার্ডস কলেজে ভর্তি হন এবং বিএ ডিগ্রী নিয়ে পড়াশোনা শেষ করেন।

RAJ KAPOOR

Raj Kapoor : পৃথ্বীরাজ কাপুরের তিন সন্তানের মধ্যে অন্যতম হলেন রাজ কাপুর যিনি চার্লি চ্যাপলিনের মত সিনেমা উপহার দিয়েছেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে। রাজ কাপুর দেরাদুন, মুম্বাই এবং কলকাতার বিভিন্ন স্কুল থেকে পড়াশোনা করেছেন। তবে এতগুলি স্কুলে পড়াশোনা করার পরেও তিনি ষষ্ঠ শ্রেণী অব্দি পড়াশোনা করতে পেরেছিলেন।

Shammi Kapoor : পৃথ্বীরাজ কাপুরের কাজের সূত্রে ছোটবেলার বেশিরভাগ সময় শাম্মী কাপুরের কেটেছে কলকাতায়। যদিও পরবর্তীকালে তিনি মুম্বাইতে ফিরে আসেন। মুম্বাইয়ের ডন বস্কো হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিলেন তিনি। তবে মাধ্যমিক পাস করার পর আর পড়াশোনা করেননি শাম্মী কাপুর।

Shashi Kapoor

Shashi Kapoor : পৃথ্বীরাজ কাপুরের সবথেকে ছোট ছেলে শশী কাপুর মুম্বাইয়ের ডন বস্কো হাইস্কুলে পড়াশোনা করলেও স্কুলের গণ্ডি তিনি পেরোতে পারেননি। খুব ছোটবেলাতেই অভিনয় জগতে প্রবেশ করার ফলে, পড়াশুনো মাঝপথেই ছেড়ে দেন তিনি।

Randhir Kapoor : রাজ কাপুরের পাঁচ সন্তানের মধ্যে অন্যতম হলেন রণধির কাপুর। দেরাদুনের কর্নেল ব্রাউন কেমব্রিজ স্কুলে পড়াশোনা করার পর তিনি আর উচ্চশিক্ষা লাভের জন্য কোন কলেজে ভর্তি হননি। স্কুলের পড়াশোনা শেষ করার পরেই তিনি প্রবেশ করেন বলিউডে।

Rishi Kapoor

Rishi Kapoor : রাজ কাপুরের সন্তানদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন ঋষি কাপুর। পড়াশোনা চলাকালীন তিনি নাকি অষ্টম শ্রেণীতে একবার ফেল করেছিলেন। পরবর্তী সময়ে আজমেরের মেয়ো কলেজে ভর্তি হলেও তিনি মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন।

Karisma Kapoor : কাপুর পরিবারের সবথেকে শান্তশিষ্ঠ এবং বাধ্য মেয়ে ছিলেন কারিশমা কাপুর। মুম্বাইয়ের ক্যাথিড্রাল এন্ড স্কুলে পড়াশোনা শেষ করার পর তিনি ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের সোফিয়া কলেজে। কিন্তু অভিনয়ের জন্য মাঝ পথেই তিনি পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

Kareena Kapoor Khan

Kareena Kapoor Khan : কারিশমার ছোট বোন কারিনা কাপুর খান মুম্বাইয়ের জামনাবাই নার্সি স্কুলে কিছু বছর পড়াশোনা করার পর ভর্তি হন দেরাদুনের ওয়েলকাম স্কুলে। স্কুলের পড়াশোনা শেষ করার পর তিনি মুম্বাইয়ের মিঠি বাই কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু দিদির মতই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি।

Riddhima Kapoor Sahani : ঋষি কাপুর এবং নিতু কাপুরের বড় মেয়ে ঋদ্ধিমা কাপুর পড়াশোনার দিক থেকে এগিয়ে রয়েছেন সবার থেকে। ঋদ্ধিমা ডিজাইনিং এন্ড মার্কেটিং বিষয়ে ব্যাচেলার ডিগ্রী করেছেন আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি একজন ইন্টিরিয়ার ডিজাইনার এবং গয়না ডিজাইনার হিসাবে কাজ করছেন।

আরও পড়ুন : টেনেটুনে মাধ্যমিক পাস থেকে উচ্চমাধ্যমিক ফেল, টলিউড তারকাদের কার শিক্ষাগত যোগ্যতা কতদূর

Ranbir Kapoor

Ranbir Kapoor : ঋদ্ধিমার মতই পড়াশুনোর দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন রণবীর কাপুর। মুম্বাইয়ের বোম্বে স্কটিস স্কুল থেকে পড়াশুনা করার পর তিনি মুম্বাইয়ের এইচ আর কলেজ অফ কমার্স এন্ড ইকোনোমিক্স-এ ভর্তি হন। এরপর নিউইয়র্ক-এর স্কুল অফ ভিসুয়াল আরসে ফিল্ম নিয়ে পড়াশোনা করে নিউইয়র্ক-এর লি স্ট্রাসবার্গ থিয়েটার এন্ড ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। মেথড এক্টিং নিয়ে পড়াশোনা শেষ করে তিনি ফিরে আসেন মুম্বাইতে।

আরও পড়ুন : ওয়েটার থেকে বলিউড সুপারস্টার, অক্ষয় কুমারের শিক্ষাগত যোগ্যতা জানলে থ হয়ে যাবেন

Alia Bhatt : এই তালিকায় আলিয়া ভাটের নামও বলতে হয় কারণ তিনি এখন কাপুর পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। আলিয়া দশম শ্রেণী অব্দি পড়াশোনা করার পর আর পড়াশোনা করেননি অভিনয়ের জন্য। তবে দশম শ্রেণীতে ৭১ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন তিনি তাই বলাই যায় পড়াশোনায় তিনি বেশ ভালই ছিলেন।