ভারতবর্ষের সবথেকে ‘দরিদ্র মুখ্যমন্ত্রী’ কে? তার সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

Poor CM In India : রাজ্যের সেবার্থে, বিশেষ করে গরীব মানুষদের উন্নয়নের জন্য হাজারও প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার শীর্ষে যারা অবস্থান করছেন তারাই হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী (Cheif Minister) পদে রয়েছেন তারা। বর্তমানে ভারতবর্ষে যে কজন মুখ্যমন্ত্রী রয়েছেন তারা প্রায় সকলেই কোটিপতি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (Association For Democratic Reforms) তরফ থেকে জানানো হয়েছে দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জন হলেন কোটিপতি।

দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তির পরিমাণ থেকে সম্প্রতি সবথেকে ধনী এবং সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম পাওয়া গিয়েছে। ৩০ জন মুখ্যমন্ত্রীর মোট ঘোষিত সম্পদের উপর ভিত্তি করে জানা গিয়েছে যে ভারতবর্ষের প্রত্যেক মুখ্যমন্ত্রীর গড় সম্পত্তির পরিমাণ এখন ৩৩.৯৬ কোটি টাকা। এদের মধ্যে দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

Jaganmohan Reddy

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মোট সম্পত্তির পরিমাণ এখন দাঁড়িয়েছে ৫১০ কোটিরও বেশি অর্থে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো দেশের শীর্ষ ১০ জন ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় বাকি মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তির পরিমাণও নাকি জগষমোহন রেড্ডির থেকে কম। দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু, যার মোট সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নবীন পট্টনায়ক, তার মোট সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি টাকা। শীর্ষ তিনজন মুখ্যমন্ত্রী ছাড়া বাকি প্রত্যেক মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকার কম বলে জানা গিয়েছে। এদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও। পঞ্চম স্থানে আছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী।

MAMATA BANERJEE

এন রাঙ্গাস্বামীর মোট সম্পত্তির পরিমাণ এখন ৩৮ কোটি টাকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর মোট সম্পত্তির পরিমাণ ১.৫৪ কোটি টাকা। অন্যদিকে মোট সম্পত্তি নিরিখে সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার মোট সম্পত্তির পরিমাণ এখন ১৫ লক্ষ ৩৮ হাজার টাকা। বর্তমানে মমতা ব্যানার্জীই দেশের সব থেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রী যা সম্পত্তির পরিমাণ কোটির গন্ডি ছাড়াতে পারেনি।