সাবধান! শপিং মলের টয়লেটের দরজার নিচ খোলা হলে সতর্ক হয়ে যান এখনই

অফিস-কাছারি কিংবা শপিংমল (Shopping Mall), বা বিলাসবহুল দোকানের ভেতরের টয়লেটগুলো (Toilet) সাধারণত একটু আলাদাই হয়। বিশেষ করে এই টয়লেটের দরজাগুলোর উপরে এবং নিচের অংশ খোলা থাকে। কারও বাড়িতে তো সাধারণত এমন দরজা দেখা যায় না। তাহলে বাইরের টয়লেটগুলো এরকম কেন হয় ভেবে দেখেছেন? এক নয়, এর পেছনে কিন্তু রয়েছে একাধিক কারণ।

শপিংমলের দরজার নিচের যে অংশ ফাঁকা থাকে এরকম দরজা বানানোর পেছনে অনেক কারণ থাকে। যার মধ্যে প্রথম কারণটা হল নিরাপত্তাজনিত কারণ। যদি কোনও শিশু ভুলবশত টয়লেটে ঢুকে যায় আর দরজা বন্ধ করে দিয়ে ভেতরে লক হয়ে যায় তাহলে তাকে যাতে বের করা যায় তার জন্য এই ব্যবস্থা করা থাকে।

TOILET

দ্বিতীয়ত, শপিংমলের টয়লেট অজস্র মানুষ ব্যবহার করেন। স্বাভাবিকভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। বাইরে থেকেই যাতে টয়লেটের ভেতরটা পরিষ্কার করা যায় তার জন্য এরকম ডিজাইন করা হয়ে থাকে। শপিং মলের দরজা এভাবে বানানোর কারণে খুব সহজেই ভেতরটা পরিষ্কার করা যায়।

এছাড়া অনেক সময় দেখা যায় শপিংমল কিংবা মাল্টিপ্লেক্সের টয়লেটের মধ্যেই কাপলসরা যৌ*ন ক্রিয়াকলাপ শুরু করে দেন। যদি দরজার নিচের অংশটা খোলা থাকে তাহলে এমন কাজ করার ক্ষেত্রে বিরত থাকেন তারা। ঠিক একইভাবে যারা ধূমপায়ী তাদের কথা ভেবেও এমন দরজা বানানো হয়। যাতে ধূমপান করার সময় ভেতরে কারও স্বাস্থ্যহানি না হয়।

TOILET

এছাড়াও দরজা এমন হলে আরও বেশ কিছু সুবিধা পাওয়া যায়। যেমন দরজার তল দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন টিস্যু পেপার, সংবাদপত্র, মোবাইল আদান প্রদান করা যায়। গেট খোলার প্রয়োজন পড়ে না। গ্রাহকদের সুবিধার্থে এমনই কিছু সুবিধার কথা ভেবে শপিং মলের দরজা এমন করা হয়।