জমজমাট রানী রাসমণি! দর্শকদের চমক দিয়ে ধারাবাহিকে ফিরলেন দিতিপ্রিয়া

টানা চার বছরের সংসার ছিল তার! বিদায় নেওয়ার আগে ঘর ভর্তি লোকজন, নাতি-নাতনি, নাতজামাই-নাতবউদের ফেলে গিয়েছেন! মায়া কাটানো কি এতই সহজ? তাই তিনি ফিরলেন আবার। বলা ভালো, মৃত্যুর পরও ফের ফিরে এলেন ‘করুণাময়ী রানী রাসমণি’ (Korunamoyee Rani Rashmoni) ওরফে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)! আগামী ১৩ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.০০ টায় ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে। শেষ দিনে উপস্থিত থাকবেন না তিনি! তাও কী কখনও হয়?

তবে তিনি একা নন, রীতিমতো জোট বেঁধেই ফিরছেন। রাণীমার সঙ্গেই আসছেন নটী বিনোদিনী। ‘মিঠাই’ ধারাবাহিকের ‘শ্রীতমা’ ওরফে দিয়া মুখার্জি একদিনের তরে হলেও ‘করুণাময়ী রানী রাসমণি’র অংশ হলেন। রাসমণি ওরফে দিতিপ্রিয়াকে নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিক। তার উপস্থিতিতেই ইতি টানা হবে ধারাবাহিকের। এই শেষ পর্বের শুটিং হয়েছিল ১০ই ফেব্রুয়ারি। শুটিং শেষে কেক কেটে হল সেলিব্রেশন। চোখের জলে ভাসতে ভাসতে বিদায় নিলেন কলাকুশলীরা।

সাদা থান, সাদা চাদর, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের টিপ, চিরপরিচিত সাজেই ধরা দিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, শ্রী রামকৃষ্ণদেবের জীবনে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনার মধ্য দিয়েই শেষ হয়ে যাবে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকটি। সংগীত পরিচালক উপালি চট্টোপাধ্যায় ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন। স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি।

আবেগে ভেসেছেন শ্রীরামকৃষ্ণ ওরফে সৌরভ সাহাও। এত তাড়াতাড়ি ধারাবাহিকের ইতি হবে, এমনটা ভাবেননি তিনি। আনন্দবাজারকে তিনি বলেছেন, ‘‘মা সারদার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার কথা ছিল। কথা ছিল, স্বামী বিবেকানন্দও আসবেন। সে সব কিছুই হল না আর।’’ তবে স্বামী বিবেকানন্দ না এলেও শেষদিনে হাজির হচ্ছেন নটী বিনোদিনী। গিরিশ ঘোষের হাত ধরে বারবণিতা থেকে নটি হয়েছিলেন বিনোদিনী। তখন তার বয়স মাত্র ১২ বছর! ওই বয়সেই ১০ টাকা বেতনে অভিনয় করতে শুরু করেছিলেন তিনি। গিরিশ ঘোষই নটী বিনোদিনীকে শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন।

দুর্দান্ত এক চমকের মাঝেই চিরতরে বিদায় নেবে করুণাময়ী রানী রাসমণি। আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে ওই সময় থেকে সম্প্রচারিত হবে অপরাজিতা অপু। ধারাবাহিকের টিআরপি কমে যাওয়াতেই বিদায় নিতে হচ্ছে রাসমণিকে। অপরাজিতা অপুও টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে। তাই অপরাজিতা অপুর জায়গাতে এবার থেকে রাত ৮.৩০টায় সম্প্রচারিত হবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।