স্ত্রী, মেয়ের সঙ্গে বসে দেখতে পারবো না, এমন ছবিতে অভিনয় করবো না : অল্লু অর্জুন

দক্ষিণের সিনেমা জগতের (South Indian Film Industry) সুপারস্টার অল্লু অর্জুনের (Allu Arjun) জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বিশেষত হালফিলে মুক্তি পাওয়া ‘পুষ্পা’ ছবির দৌলতে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও হু হু করে বাড়ছে। দক্ষিণের অ্যাকশন, সাসপেন্স ধর্মীয় ছবিতে এর আগেও বহুবার কাজ করেছেন। প্রত্যেকবার দর্শকের প্রশংসা পেয়েছেন। তামিল, তেলেগু, মালায়ালাম থেকে শুরু করে হিন্দি ইন্ডাস্ট্রিতেও তার চাহিদা রীতিমতো বাড়ছে।

অল্লু অর্জুনের এত জনপ্রিয়তার নেপথ্য কারণ কী? বলিউড তারকাদের নিয়ে তো এত মাতামাতি লক্ষ্য করা যায় না! কি এমন রহস্য রয়েছে যার জন্য অল্লুর ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় বছরভর অপেক্ষা করে বসে থাকেন দর্শকরা? এই রহস্যের খোলাসা হল। আসলে অল্লু অর্জুন বাস্তবে অত্যন্ত বিনয়ী। ভক্তদের সঙ্গে তার আচরণ সব সময় তাকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে। তিনি দক্ষিণের ‘আইকনিক স্টার’! তার নম্র, ভদ্র, বিনয়ী ব্যবহার তার সুপারস্টার ইমেজ ধরে রেখেছে। তিনি দর্শকের অত্যন্ত কাছের মানুষ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অল্লু অর্জুন নিজের সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। তার এই সাক্ষাৎকারে তার কথা শুনে তারিফ করছেন সকলে। দর্শক এবং ভক্তদের প্রতি তার মনোভাব ব্যক্ত হয়েছে সাক্ষাৎকারে। ভক্তদের সম্পর্কে তার মন্তব্য এক লহমাতেই মন জয় করে নেয়। এই সাক্ষাৎকারে অভিনয় তাকে প্রশ্ন করা হয়েছিল “ভক্ত এবং তারকার মধ্যে সম্পর্ক কি?” জবাবে অল্লু বলেন, উভয়ের মধ্যেই একটি খুব সুন্দর মধুর সম্পর্ক রয়েছে।

 

আল্লু অর্জুন ছবি বাছাইয়ের ক্ষেত্রে তার দৃষ্টিকোণও তুলে ধরেছেন সাক্ষাৎকারে। তিনি বলেন বাণিজ্যিক ছবি করতে গিয়ে তিনি বিশেষ গুরুত্ব দেন যেন ছোটরা তার ছবি দেখতে অসস্তি বোধ না করে। সিনেমা হলে বসে ছবি দেখার সময় মহিলারাও যেন অস্বস্তি বোধ না করেন, সেই দিকেও গুরুত্ব দেন অভিনেতা। পরিশেষে তিনি বলেন, তিনি এমন কোনও ছবিতে অভিনয় করেন না যে ছবি তিনি তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে বসে দেখতে পারবেন না। তিনি এমন ছবি করতে চান না যা পরিবারের সঙ্গে বসে দেখা যায় না।

শুটিংয়ের বাইরে অভিনেতা আপাদমস্তক ফ্যামিলি ম্যান। ছবি দুনিয়ার চাকচিক্যের পেছনে তিনি ছোটেন না। কাজের বাইরে যেটুকু সময় পান, ছোট্ট মেয়ে আরহা এবং ছেলে আয়ানের সঙ্গে সময় কাটান। তার কাছে তার পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনিও ছবি করার সময় লক্ষ্য রাখেন যাতে পরিবারকে নিয়ে তার ছবি দেখতে বসে দর্শক অস্বস্তি বোধ না করেন।