কীভাবে শেষ হচ্ছে ধুলোকণার গল্প? সিরিয়ালের অন্তিম পর্বগুলিতে থাকছে মহাচমক

সম্প্রতি স্টুডিওপাড়া থেকে জানিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়িই স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ধূলোকণা (Dhulokona) বন্ধ হয়ে যাবে। আগামী ১২ ই ডিসেম্বর থেকে বাংলা মিডিয়াম আসছে স্টার জলসার রাত ৮.০০টার স্লটে। চ্যানেলের এই সিদ্ধান্ত মনে মনে ভীষণই আঘাত পেয়েছেন ভক্তরা। তবে তাদের জন্য আরও বড় আঘাত অপেক্ষা করে রয়েছে।

স্টার জলসা আচমকাই ধূলোকণাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছে, তা স্পষ্ট নয়। যেখানে অন্যান্য সিরিয়াল টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে স্লট লিডার হওয়া সত্বেও ধুলোকণাকে মাঝপথে থামিয়ে দেওয়া হল। লেখিকা লীনা গাঙ্গুলীকে প্রশ্ন করা হলে তিনিও কারণ জানাতে নারাজ। দর্শকরা আপাতত যে কটা দিন হাতে রয়েছে ততদিন ধূলোকণাতে ভাল কিছু দেখতে চাইছেন।

দর্শকরা চান, ধূলোকণায় যেন লালন এবং ফুলঝুরির মিলন হয়ে যায়। তিতিরকে ছেড়ে আবার ফুলঝুরির কাছে ফিরে আসুক লালন। তবে কেউ কেউ চাইছেন বেইমান লালনের কাছে না ফিরে গিয়ে ফুলঝুরি বরং অঙ্কুরের সঙ্গেই নতুন জীবন শুরু করুক। এদিকে আবার শোনা যাচ্ছে ফুলঝুরি নাকি প্রেগন্যান্ট। সিরিয়ালের গল্পের শেষ মোড়ে লীনা গাঙ্গুলীর মনে কী চলছে?

সম্প্রতি ধূলোকণার আসন্ন চমক সম্পর্কে সব তথ্য ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। দর্শকরা যতই লালন-ফুলঝূরি কিংবা সন্তানকে নিয়ে অঙ্কুর এবং ফুলঝুরির নতুন জীবনে প্রবেশের গল্প দেখতে চান না কেন, লিনা গাঙ্গুলী নাকি এবারেও তার গল্পের শেষে নায়িকাকে মেরেই ফেলতে চলেছেন! হ্যাঁ, খড়কুটোর গুনগুনের মত পরিণতি হবে ফুলঝুরিরও।

আসন্ন গল্পে যা কিছু দেখানো হবে তা এখানে তুলে ধরা হল। প্রথমত, ‘বেইমান’ লালন তিতিরকেই আবার বিয়ে করবে। দ্বিতীয়ত, ফুলঝুরির প্রেস কনফারেন্স হবে। সে আবার নতুনভাবে নিজের জীবন শুরু করার চেষ্টা করবে। নিজেকে গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করবে ফুলঝুরি। বর্তমানে অঙ্কুরও তাকে সেই পথে এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছে। আর এখন যেটা দেখানো হচ্ছে ফুলঝুরি প্রেগন্যান্ট, সে আসলে প্রেগন্যান্ট নয় বরং অনেক বড় বিপদের মধ্যে রয়েছে।

ফুলঝুরির গর্ভে আসলে সন্তান আসেনি, তার পেটে একটা বড় টিউমার হয়েছে। এই টিউমারের কারণেই নাকি প্রাণ যাবে ফুলঝুরির। অর্থাৎ হ্যাপি এন্ডিং নয়, নায়িকার মৃত্যু দেখিয়েই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালটি। এর আগে খড়কুটোতে গুনগুনের ক্ষেত্রে দেখানো হয়েছিল তার ব্রেন টিউমারের কারণে মৃত্যু হয়েছে। সেই একই কারণে এবার গল্পের শেষে পৃথিবী থেকেই বিদায় নিতে চলেছে ফুলঝুরি।