ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তার জী বাংলা (Zee Bangla) -তে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে মিঠাই চরিত্রটি দর্শকদের রীতিমতো মন কেড়ে নিয়েছেন। এবার টলিউড (Tollywood) -র বড়পর্দায় অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ (Pradhan) -এ দেব (Dev) -র বিপরীতে দেখা যাবে তাকে। এই খবর প্রকাশ্যে আসবার পর থেকেই চর্চা সবমহলে! অনেকের মতে পা চেটে নাকি এই চরিত্রের সুযোগ পেয়েছেন সৌমিতৃষা! আর এবার এই কুটুক্তির জবাব দিলেন দেব নিজে।
জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ নামে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। একসময়কার বেঙ্গল টপার এই ধারাবাহিকে সৌমিতৃষার বিপরীতে অভিনয় করেছিলেন আদৃত রায়। মিঠাই আর সিদ্ধার্থ মিলে দর্শকদের কাছে তাঁরা হয়ে উঠেছিলেন ‘সিধাই’।
তবে ‘মিঠাই’ শেষের সঙ্গেই আপাতত পথচলা শেষ হয়েছে ‘সিধাই’য়েরও। আদৃত-সৌমিতৃষা জুটির পথচলা শেষ হলেও শীঘ্রই দেব-সৌমিতৃষা জুটিকে দেখতে পাবেন দর্শকরা। টলিউড সুপারস্টার দেবের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। ছোটপর্দার মিঠাইরানীর ডেবিউ ছবির নাম ‘প্রধান’। তবে এর জন্য মিঠাই অনুরাগীরা যেমন খুশি হয়েছে সেরকমই নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে টিভির মিঠাই-রানিকে ঘিরে। একাংশ বলতে থাকে, দেবের পা চেটে তিনি তিনি ‘প্রধান’ সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন।
আর এদিন কেন নেওয়া হল সৌমিতৃষাকে প্রধান সিনেমায় তা নিয়ে সম্প্রতি মুখ খুললেন দেব। তিনি জানিয়েছেন ‘দেখুন আজকাল আমি ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে বেশি কাজ করছি। বাঘা যতীনে যেমন আমাকে ওর লুকে আসতে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, চুলের স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলা নকল করতে হয়েছে। আমরা চেয়েছিলাম ওর স্ত্রীর চরিত্রেও এমন কাউকে নেওয়া হবে যার সঙ্গে অনেক মিল আছে। আমরা সেসব লিখেই বিজ্ঞাপন দিয়েছিলাম। সেখান থেকেই সৃজাকে বেছে নেওয়া। প্রধানের ক্ষেত্রেও তাই। যে চরিত্রটা ওখানে রয়েছে, তার সঙ্গে সৌমিতৃষা খুব ভালো ফিট করে। ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবির ক্ষেত্রে আমরা সেরকমই চেষ্টা করছি আপাতত।’
আরও পড়ুন : চুপিসারে বিয়ে সেরে ফেললেন টলিউডের জনপ্রিয় নায়িকা, মালাবদল থেকে সাতপাক দেখুন ছবিগ্যালারি
এদিকে প্রধানের প্রযোজক অতনু জানিয়েছেন, ‘সৌমিতৃষার সঙ্গে আমার প্রথম সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথা হয়েছিল বছর তিনেক আগেই। এরপর যখন প্রধানের কথা ওঠে, তখনই নায়িকা চরিত্রের জন্য আমার আদর্শ মনে হয় সৌমিতৃষাকে। আর সেটা শুনে উত্তেজিত হয়ে পড়েন অভিজিৎও। অগস্ট থেকেই ছবির শ্যুট শুরুর কথা রয়েছে। সব ঠিক থাকলে ক্রিসমাসের সময় ডিসেম্বরেই হয়তো মুক্তি পাবে প্রধান।’
আরও পড়ুন : টিআরপিতে শিমুল-ফুলকির জয়জয়কার, কে হল বেঙ্গল টপার? চমকে দেবে ফলাফল