কেউ ৬০, কেউ ৭০! ৮০ পেরিয়েও বাবা হয়েছেন এই দশ তারকাদের মধ্যে ২ জন

৬০ পেরিয়ে বাবা হয়েছেন, বেশি বয়সে সন্তানের মুখ দেখেছেন এই ১০ তারকা

Actors Became Father After 60 : বাবা হওয়ার ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার নয়— বলে মনে করেন বেশিরভাগ পুরুষ। আধুনিক আর্থ-সামাজিক বাস্তবতায় দিন দিন বাড়ছে বয়স্ক বাবাদের সংখ্যা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ৯২ বছর বয়সে সন্তানের বাবা হয়েছেন। আর আজকে আলোচনা করবো বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে যেসব বলিউড (Bollywood) থেকে হলিউড (Hollywood) -র তারকারা বাবা হয়েছেন।

১. আল পাচিনো (Al Pacino) : হলিউডের অন্যতম অভিনেতা হলেন আল পাচিনো। তিনি ২৯ বছরের প্রেমিকা নূর আলফাল্লাহ (Noor Alfallah) -র সন্তানের বাবা হয়েছেন। তার বর্তমান বয়স ৮৩ বছর। এনিয়ে চতুর্থবার বাবা হয়েছেন অস্কার-জয়ী অভিনেতা। সম্প্রতি, এখবরে সরগরম বিনোদন দুনিয়া।

Robert De Niro

২. রবার্ট ডি নিরো (Robert De Niro) : হলিউডের আইকনিক অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে সপ্তমবার বাবা হয়েছিলেন। তার ছবি ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় এই সুখবর শেয়ার করে নিয়েছিলেন তিনি। তবে নতুন সন্তানের মায়ের পরিচয় এখনও জানা যায়নি।

৩. মিক জ্যাগার (Mick Jagger) : রকসঙ্গীতের জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। ‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো গানের জনপ্রিয় গানের নেপথ্যের তারকা তিনি। তবে ৭৩ বছর বয়সে অষ্টম সন্তানের পিতা হলেন তিনি। তার এই অষ্টম সন্তানের মা হলেন মেলানি হ্যামরিক।

Rowan Atkinson

৪. রোয়ান অ্যাটকিনসন (Rowan Atkinson) : রোয়ান অ্যাটকিনসনকে দুনিয়া মিস্টার বিন নামেই চেনে। অদ্ভুত এবং একাধারে অসাধারণ মুখের ভাবভঙ্গি তাকে ভুলতে দেয় না। দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন মিস্টার বিন। এই অভিনেতাও ৬২ বছরে তৃতীয় সন্তানের বাবা হন। তিনি একটি কন্যা সন্তানের পিতা হয়েছেন

৫. জর্জ ক্লুনি (George Clooney) : বয়স ষাটের দিকে এগোচ্ছে। তবু তিনি আজও বহু অষ্টাদশীর স্বপ্নের পুরুষ। ইনিও ৫৬ বছর বয়সে বাবা হয়েছিলেন। তিনি একসঙ্গে যমজ সন্তানের বাবা হয়েছিলেন। এই যমজ সন্তানের মা হলেন জর্জ ক্লুনির স্ত্রী অমল। যদিও সন্তান হওয়ার পর অমলকে বিয়ে করেন অভিনেতা।

Michael Douglas

৭. মাইকেল ডগলাস (Michael Douglas) : এই অভিনেতা ৬৮ বছর বয়সে দ্বিতীয় বারের জন্য বাবা হন। মাইকেল ডগলাস আর তার স্ত্রী ক্যাথরিন জেটা জোনাস এবারে পুত্র সন্তানের বাবা মা হয়েছেন। তাদের আগে একটি মেয়ে রয়েছে। মাইকেল ডগলাস আর তার স্ত্রী ক্যাথরিন জেটা জোনাস ২৫ বছরের ছোট বড়।

৮. সঞ্জয় দত্ত (Sanjay Dutt) : বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব সঞ্জয় দত্ত। তিনি বারবার বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন। আর তার মধ্যে তিনি একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন বলেও শোনা যায়। তারপর অবশেষে তিনি মান্যতা দত্তকর বিয়ে করেন। এরপরেই ৫১ বছর বয়সে বাবা হন সঞ্জয় দত্ত।

Prakash Raj

৯. প্রকাশ রাজ (Prakash Raj) : দক্ষিণী ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম অভিনেতা হলেন প্রকাশ রাজ। ২০০৯ সালে স্ত্রী ললিতা কুমারীর সঙ্গে বিচ্ছেদের এক বছর পর পনি ভর্মাকে বিয়ে করেন প্রকাশ। ছবির সেটেই পনির সঙ্গে আলাপ হয়েছিল প্রকাশের। চার সন্তান রয়েছে প্রকাশেরও। ৫০ বছর বয়সে চতুর্থ বার বাবা হন তিনি।

Rajesh Khattar

আরও পড়ুন : জয়া বচ্চনের এই শর্ত মানলেই হতেন বচ্চন পরিবারের বউ! মুখের উপর ‘না’ বলে দেন করিশ্মা

১০. রাজেশ খট্টর (Rajesh Khattar) : টেলিভিশনের পরিচিত মুখ হলো অভিনেতা রাজেশ। তিনি ৫২ বছর বয়সে বাবা হয়েছেন। দ্বিতীয় বিয়ের ১১ বছর পর বাবা হয়েছেন রাজেশ। এই অভিনেতার প্রথম পক্ষের একটি ছেলে রয়েছে। আর এই দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন বনরাজ কৃষ্ণ।

আরও পড়ুন : ৬ সন্তান থাকতেও বুড়ো বয়সে একা, কেউ দেখার নেই! আক্ষেপে মুখ খুললেন ধর্মেন্দ্র