এবার বাংলা সিনেমায় আসছে মহাভারত, কে কোন চরিত্রে আছেন? দেখে নিন তালিকা

রামায়ণ এবং মহাভারত (Mahabharat) অবলম্বনে একাধিক সিনেমা ও সিরিয়াল বানানো হয়েছে বহু আগেই। এক বছর আগে থেকে শোনা যাচ্ছে মহাভারতকে নাকি বড় পর্দায় বেশ বড় ব্যানারে ফের একবার আনতে চলেছে বলিউড। টলিউডই (Tollywood) বা বাদ যাবে কেন? বলিউডের মহাভারতের খবর আসার আগেই ফাঁস হয়ে গেল টলিউডের মহাভারতের চরিত্রদের লুক।

বাংলাতে যদি মহাভারত অবলম্বনে ছবি তৈরি হয় তাহলে কে কোন চরিত্রে থাকবেন সেটাই একটা বড় প্রশ্ন। এই বাংলাতে তারকাদের অভাব নেই। কাজেই মহাভারতের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে টলিউডের নামিদামি তারকাদেরই নেওয়া হবে। দ্রৌপদী, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, দুঃশাসন, দূর্যোধনের চরিত্রে কে কে থাকছেন দেখে নিন এক নজরে।

MAHABHARAT

টলিউডের তারকাদের মহাভারতের চরিত্রের লুকে সাজিয়ে তুলেছেন একজন নেটিজেন। বর্তমানে AI প্রযুক্তির ব্যবহারে হলিউড, বলিউড থেকে শুরু করে বিভিন্ন পৌরাণিক চরিত্রদের উপস্থাপন করা হচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়। সেভাবেই একজন নেটিজেন বানিয়ে ফেললেন টলিউডের মহাভারতের চরিত্রদের লুক।

MAHABHARAT

আরও পড়ুন : এই ২টি কারনেই ডিভোর্সি হয়েও আজও সিঁথিতে সিঁদুর পরেন মহাভারতের দ্রৌপদী

এই ছবিগুলোতে কোয়েল মল্লিককে দ্রৌপদীর বেশে দেখা গিয়েছে। যিশু সেনগুপ্ত রয়েছেন কৃষ্ণের বেশে। বিক্রম চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন অর্জুন এবং কর্ণের চরিত্রে। এছাড়া কুন্তীর চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। আবির চট্টোপাধ্যায় রয়েছেন যুধিষ্ঠিরের বেশে।

MAHABHARAT

আরও পড়ুন : কোয়েলকে প্রেমের প্রস্তাব দেন গৃহশিক্ষক, এরপর যা হয়েছিল মল্লিকবাড়িতে

আরও আছে, সুপারস্টার দেব, জিৎ এবং প্রসেনজিতদের মহাভারতের তিন গুরুত্বপূর্ণ চরিত্রে সাজানো হয়েছে। দেব হয়েছেন ভীম, জিৎ হয়েছেন দুর্যোধন এবং কুরু পিতামহ ভীষ্মের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ। রুদ্রনীল ঘোষকে শকুনি হিসেবে সাজানো হয়েছে। টলিউডের আরেক সুপারস্টার অঙ্কুশ হাজরাকে দুঃশাসন, সোহিনী সরকারকে হিড়িম্বার সাজে সাজানো হয়েছে।

MAHABHARAT

আরও পড়ুন : নতুন বছরে একগুচ্ছ বাংলা ছবি আনছেন কোয়েল, মিঠুন, প্রসেনজিৎরা, রইল তালিকা

এছাড়া মহাভারতের অন্যান্য চরিত্রদের মধ্যে সুদীপ মুখার্জিকে দ্রোণাচার্য, স্বস্তিকা মুখার্জীকে মা গঙ্গা, গৌরব চক্রবর্তীকে সহদেব এবং অর্জুন চক্রবর্তীকে নকুলের চরিত্রে সাজানো হয়েছে। এই ছবিগুলি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। বাংলা সিনেমায় কোনদিনও মহাভারত তৈরি হলে তার কাস্টিং এমনই হওয়া উচিত, মন্তব্য করছেন তারা।